মাল নদীতে বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা! ঘাটে ঘাটে নিরাপত্তায় বিশেষ জোর নবান্নের! মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ নির্দেশ জেলাগুলিকে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
হড়পা বানে জলপাইগুড়ির মাল নদীতে বিসর্জনের সময় ৮ জনের মৃত্যু হয়েছে।তার জেরেই এই বিশেষ নির্দেশ বলেই মনে করা হচ্ছে।
#কলকাতা : জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে বিসর্জন চলাকালীন দুর্ঘটনার জের। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৮ জনের। এবার তার জেরেই বিশেষভাবে সক্রিয় নবান্ন। ঘাটগুলিকে নিরাপত্তায় বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ খোদ মুখ্য সচিবের। বুধবারের জলপাইগুড়িতে এই ঘটনা ঘটার পর ঘাট গুলিকে বিশেষভাবে নিরাপত্তায় জোর দিতে বিশেষ নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
নবান্ন সূত্রে জানা গেছে বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্য সচিব নির্দেশ দিয়ে জানিয়েছেন বিসর্জন চলাকালীন ঘাট গুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে বিসর্জন চলাকালীন কোন মৃত্যু বা ডুবে যাওয়ার মত ঘটনা না ঘটে।
advertisement
advertisement
প্রয়োজনে জেলাশাসকদেরও ঘাটগুলি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। জেলাশাসকদের পাশাপাশি বিভিন্ন মহকুমার মহকুমা শাসকদেরও প্রয়োজনে ঘাটগুলি পরিদর্শন করতে হবে। বিসর্জন চলাকালীন সময় জেলা প্রশাসনের আধিকারিকদের ও প্রয়োজনে থাকতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ির মাল নদীতে বিসর্জন চলাকালীন যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতর থেকেও এই হড়পা বানে মৃতদের জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আর কোনও নিখোঁজ নেই বলেও ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাল নদীর দুর্ঘটনায় ১৩ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ ও সিভিল ডিফেন্সের তৎপরতায়।
advertisement
ইতিমধ্যেই এই ঘটনায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। নম্বরগুলি হল ০৩৫৬১২৩০৭৮০,৯০৭৩৯৩৬৮১৫। সূত্রের খবর ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ও যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় পর্যালোচনামূলক বৈঠক করেছে নবান্নের শীর্ষ মহল বলেই সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2022 1:47 PM IST