Edible Oil price : ভোজ্য তেলের দাম কমছে রোজ! কিন্তু এবার ক্রেতাদের ভয় ভেজাল সরষের তেল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Edible Oil price : তেল মজুত না করলে ব্যবসা অসম্ভব। আবার প্রয়োজনে তেল কিছুটা হলেও মজুত করতে হচ্ছে।
#কলকাতা: বাজারে দাম কমছে ভোজ্য তেলের। সরষের তেল থেকে পাম, সোয়াবিন তেল আগের থেকে এখন অনেক সস্তা। গত এক মাসে ভোজ্য তেলের দাম কেজি প্রতি পঁচিশ টাকা পর্যন্ত কমেছে। তেলের মার্চেন্টদের বক্তব্য প্রতিদিন কমছে তেলের দাম। যার ফলে বিপদে পড়তে হচ্ছে ভোজ্যতেল ব্যবসায়ীদের।তেল মজুত না করলে ব্যবসা অসম্ভব। আবার প্রয়োজনে তেল কিছুটা হলেও মজুত করতে হচ্ছে। সমস্যায় ব্যবসায়ীরা। দাবি ব্যবসায়ীদের।
আজ সরষে তেলের পাইকারি দাম, কেজি প্রতি ১৬১.৬৬ টাকা। পাম তেল কেজি ১৩০ টাকা,সয়াবিন তেল ১৪০ টাকা কেজি। আগামিকাল আবার তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, ইউক্রেন থেকে যে তেল আমাদের দেশে আসত, সেই তেলের যোগান আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। মূলত পাম তেল আসত মালয়েশিয়া থেকে। শ্রীলঙ্কায় রাজনৈতিক ও সরকারের অস্থিরতার জন্য ওই দেশ তেল আমদানি করছে না।সঙ্গে বাংলাদেশ সরকার তেল আমদানি অনেক কমিয়ে দিয়েছে। যার ফলে তেলের প্রাচুর্য্যতা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে ওই দেশগুলিতে। সেই সুযোগে ভারতে তেল প্রচুর পরিমাণে আসছে।
advertisement

advertisement
প্রয়োজনের তুলনায় জোগান বেশি হওয়ার জন্য দাম স্বাভাবিক ভাবেই কমছে।এই বিষয়ে পোস্তা এলাকার ভোজ্য তেলের মার্চেন্ট ভদ্রকালী অয়েল মিলের কর্ণধার সুশান্ত চিনে বলেন, 'তেল কিনতে গিয়ে বিপদে পড়ছি। প্রতিদিনের ভোজ্য তেলের চাহিদা সমান থাকে না। দাম প্রতিদিন কমে যাওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। তবে ভোজ্য তেলের দাম পর পর আরও নামবে।'
advertisement
বিশেষজ্ঞরা অন্যদিকে কালো মেঘ দেখছেন। পাম তেলের দাম কম হয়ে যাওয়ার কারণে,ভেজাল সরষের তেল তৈরির সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না। কারণ সয়াবিন তেল ও পাম তেলের দাম বাজারে অনেকটা পড়ে গিয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা গত কয়েক মাসে এই ভাবে ভেজাল তেলের বেশ কয়েকটি কারবারি ধরেছিল। তাদের ভেজাল তেল বাজেয়াপ্ত করা হয়েছিল। গ্রেফতারও করা হয়েছিল। ইউক্রেনের যুদ্ধের সময়ে বিদেশ থেকে তেল আসা প্রায় বন্ধ ছিল। সেই সময়ে সরষে তেলের থেকে পাম, সয়াবিন, সূর্যমুখীর তেলের দাম বেশ খানিকটা বেশি ছিল। যার ফলে ক্রেতারা সরষের তেল খাঁটি পেয়েছিল। কিন্তু,সেই পুনর্মুষিকভব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2022 8:48 PM IST