আরজি কর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করতে উদ্যোগ ইডির! প্রেসিডেন্সি জেলে তোরজোর
- Published by:Tias Banerjee
- Reported by:Amit Sarkar
Last Updated:
আরজি কর মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বয়ান রেকর্ডে ইডির উদ্যোগ, আদালতের অনুমতির অপেক্ষা। সিবিআই ও নির্যাতিতার মায়ের আবেগঘন মুহূর্ত আদালতে।
আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি মামলায় নতুন তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাঁর বয়ান নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করতে বিচার ভবনের ইডি বিশেষ আদালতের কাছে আবেদন জানিয়েছে ইডি। Prevention of Money Laundering Act, 2002 (PMLA)-র ৫০ নম্বর ধারার অধীনে বয়ান রেকর্ডের অনুমতি চাওয়া হয়েছে।
advertisement
advertisement
ইডির আবেদন অনুযায়ী, সন্দীপ ঘোষের বক্তব্য মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সরাসরি সংশোধনাগারে গিয়ে বয়ান নেওয়ার অনুমতি প্রয়োজন। আদালতের অনুমতির পরই ইডি সংশোধনাগারে গিয়ে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করবে।
১৪ ডিসেম্বর আদালতে প্রগ্রেস রিপোর্ট পেশ করবে ইডি, যেখানে বয়ান রেকর্ড সংক্রান্ত তথ্যও জমা দেওয়া হবে বলে সূত্রের খবর। শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছিলেন আরজি কর হাসপাতালে নির্যাতিতার মা। তিনি সেদিন বলেন, “ওরা নির্লজ্জ।” তাঁর বক্তব্য শোনার পর আদালতকক্ষ থেকে বেরিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদেও ফেলেন। অফিসার বলেন, “আমিও মা।”
advertisement
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলায় ওই দিন সিবিআই শিয়ালদহ আদালতে সপ্তম ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছিল। নির্যাতিতার মা আদালতে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছিল ২০২৬ সালের ১৭ জানুয়ারি। ওই দিন কেস ডায়েরি জমা দিতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 11:48 AM IST

