‘তেজস্বীরাই আমাকে তাড়িয়েছে’ বিহারে RJD ধরাশায়ী হওয়ার পর ভাইদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লালুকন্যা রোহিনীর! ছাড়লেন রাজনীতি

Last Updated:

রোহিনী আচার্য তেজস্বী যাদব, সঞ্জয় যাদব ও রমিজের বিরুদ্ধে পরিবার থেকে তাড়ানোর অভিযোগ তুলে রাজনীতি ও পরিবার ছাড়ার ঘোষণা করে দিলেন!

রোহিনী আচার্য তেজস্বী যাদব ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রোহিনী আচার্য তেজস্বী যাদব ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
বিহার নির্বাচনে আরজেডির (RJD) পরাজয়ের পর রোহিনী আচার্য প্রকাশ্যে তেজস্বী যাদব, সঞ্জয় যাদব ও রমিজকে দোষারোপ করে দাবি করেছেন যে তাঁকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার ঘোষণা ও পরিবার ত্যাগের বার্তা ঘিরে আরজেডির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে, যা তেজস্বীর ঘনিষ্ঠদের প্রভাব, দায়িত্ববোধের প্রশ্ন এবং নেতৃত্বের ভিতরের ক্ষমতার লড়াইকে সামনে এনে দিয়েছে।
সূত্রের খবর, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান ভাই তেজস্বী যাদব ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য শনিবার তীব্র অভিযোগ এনেছেন। বিহার বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর রোহিনী দাবি করেন, তাঁকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁর আর কোনও পরিবার নেই।
advertisement
advertisement
পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনীর অভিযোগ, তেজস্বী যাদব, সঞ্জয় যাদব ও রমিজই তাঁকে পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন। এএনআই-কে উদ্ধৃত করে তিনি বলেন, “আমার কোনও পরিবার নেই… সঞ্জয়, রমিজ আর তেজস্বীকেই জিজ্ঞেস করুন। ওরাই আমাকে বের করে দিয়েছে।”
বিহার নির্বাচনে আরজেডির ভরাডুবি নিয়ে দলের দায়িত্ববোধের প্রশ্ন উঠলে তারও কড়া জবাব দেন তিনি। রোহিনীর অভিযোগ, দলের ভিতরে যাঁরা ‘রাজনৈতিক কৌশলী’ সেজে চলেছেন, তাঁদের বিরুদ্ধে প্রশ্ন তুললেই তাঁকে যেমন হেনস্তা করা হয়েছে, অন্যদেরও তেমন পরিণতি ভোগ করতে হবে। তাঁর কথায়, “যদি কেউ চানক্যের মতো আচরণ করেন, তাহলে প্রশ্নও সেই চানক্যকেই করা হবে।”
advertisement
advertisement
রোহিনী আরও দাবি করেন, সঞ্জয় বা রমিজের নাম নিলেই প্রতিশোধমূলক আচরণ শুরু হয়। তাঁর ভাষায়, “সঞ্জয় আর রমিজের নাম বললেই আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, লোক লাগিয়ে অপমান করাবে, এমনকি স্যান্ডেল দিয়ে মারতেও পারে।”
দিনের আগেই সোশ্যাল মিডিয়ায় একটি গোপনাভাসপূর্ণ পোস্টে রোহিনী ঘোষণা করেন, তিনি রাজনীতি ছাড়ছেন এবং পরিবারকে ত্যাগ করছেন। পোস্টে তাঁর দাবি, “আমি রাজনীতি ছাড়ছি আর পরিবার ত্যাগ করছি… সঞ্জয় যাদব আর রমিজ আমাকে এটাই করতে বলেছিল… আর আমি সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছি।”
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রোহিনীর এই পোস্ট চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে, কারণ তেজস্বী যাদব এখনও পর্যন্ত বিদ্রোহী নেতা সঞ্জয় যাদব বা রমিজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। সূত্রের খবর, তেজস্বীর ‘যাত্রা’র সময় সঞ্জয় যাদবকে তাঁর আসনে বসতে দেখা গেলে রোহিনী সবার আগে আপত্তি তুলেছিলেন। দলের একাংশের মতে, তিনি মনে করতেন সঞ্জয় ক্রমশ তেজস্বীর রাজনৈতিক বৃত্ত ও সিদ্ধান্তে অতিরিক্ত প্রভাব ফেলছেন।
advertisement
advertisement
রমিজকে তেজস্বীর দীর্ঘদিনের বন্ধু হিসেবে ব্যাখ্যা করা হয়, যিনি উত্তরপ্রদেশের একটি রাজনৈতিক পরিবার থেকে আসেন।
রোহিনীর পোস্টে সঞ্জয় বা রমিজ ঠিক কী বলেছিলেন তা স্পষ্ট নয়। দলীয় সূত্রের বক্তব্য, এতদিন লালু প্রসাদ বা রাবড়ি দেবীর তরফে তেজস্বীকে সঞ্জয় যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও চাপের ইঙ্গিত মেলেনি। ফলে রোহিনীর ‘পরিবার ত্যাগ’ ঘোষণাকে অনেকে আবেগঘন পদক্ষেপ হিসেবে দেখছেন, যা হয়তো পিতামাতাকে হস্তক্ষেপ করতে বাধ্য করার উদ্দেশ্যে করা হয়েছে।
চিকিৎসাশাস্ত্রে স্নাতক রোহিনী বিয়ের পর গৃহিণীর জীবন বেছে নেন এবং সিঙ্গাপুরে পরিবারসহ স্থায়ী হন। বাবাকে নিজের কিডনি দান করে তিনি আরজেডির অভ্যন্তরে এবং সমর্থকদের মধ্যে বিশেষ শ্রদ্ধা অর্জন করেন এবং এখনও প্রভাবশালী কণ্ঠ হিসেবে গণ্য হন।
শোনা যাচ্ছিল, আরজেডি থেকে তেজ প্রতাপ যাদবকে বহিষ্কার করার ঘটনায় রোহিনী অসন্তুষ্ট ছিলেন। যদিও নির্বাচনী প্রচারে তাঁকে তেজস্বীর পাশে দেখা গিয়েছিল।
বিহার নির্বাচনে আরজেডির ভরাডুবি
শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলে বিজেপি–জেডিইউ-সহ এনডিএ জোট বিপুল ব্যবধানে মহাগঠবন্ধনকে পরাজিত করে ক্ষমতা ধরে রাখে। কংগ্রেস, আরজেডি ও অন্যান্য দলের মিলিত মহাগঠবন্ধনকে কার্যত বিধ্বস্ত করে এনডিএ ফের সরকার গঠন করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘তেজস্বীরাই আমাকে তাড়িয়েছে’ বিহারে RJD ধরাশায়ী হওয়ার পর ভাইদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লালুকন্যা রোহিনীর! ছাড়লেন রাজনীতি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement