East-West Metro: বড় খবর যাত্রীদের জন‍্য! শিয়ালদহ-এসপ্ল্যানেড হয়ে গেল সুড়ঙ্গ পথে ট্রলি পরিদর্শন! কবে চলবে মেট্রো?

Last Updated:

East-West Metro: ২০১৯ সালের অগাস্ট মাসে বউবাজারে মেট্রো স্টেশনে কাজ চলাকালীন দুর্গা পিতুরী লেন ও স্যাকরা পাড়া লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। ট‍্যানলের ভিতরে জল ঢুকতে থাকে। আটকে পড়ে মেট্রোর খননকারী একটি যন্ত্র। তারপর দীর্ঘ টালবাহানার পর ফের কাজ শুরু হয়। ২০২২ সালের মে মাসে ফের জল ঢুকতে থাকতে ট‍্যানেলে।

শিয়ালদহ-এসপ্ল্যানেড হয়ে গেল সুড়ঙ্গ পথে ট্রলি পরিদর্শন
শিয়ালদহ-এসপ্ল্যানেড হয়ে গেল সুড়ঙ্গ পথে ট্রলি পরিদর্শন
শিয়ালদহঃ ২০১৯ সালের অগাস্ট মাসে বউবাজারে মেট্রো স্টেশনে কাজ চলাকালীন দুর্গা পিতুরী লেন ও স্যাকরা পাড়া লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। ট‍্যানলের ভিতরে জল ঢুকতে থাকে। আটকে পড়ে মেট্রোর খননকারী একটি যন্ত্র। তারপর দীর্ঘ টালবাহানার পর ফের কাজ শুরু হয়। ২০২২ সালের মে মাসে ফের জল ঢুকতে থাকতে ট‍্যানেলে। ফাটল ধরে আরও বহু বাড়িতে। সেই রেশ কাটতে না কাটতেই অক্টোবর মাসেও একই ঘটনা ঘটে। এরপর বেশ কিছু দিন বন্ধ থাকে এই অংশে সুড়ঙ্গ তৈরির কাজ। পরে কাজ শুরু হলেও আশঙ্কা ছিলই। তবে, কিছুদিন আগে ওই সুড়ঙ্গের কাজ শেষ হয়। লাইনও পাতা হয়। অবশেষে সোমবার ট্রলি ট্রায়াল রান সফল হয়েছে। খুশির হাওয়া মেট্রোর শীর্ষ আধিকারিক থেকে কর্মীদের মধ্যে। ট্রায়াল রান সফল হওয়ায় এই ‘যুদ্ধে’র সঙ্গে যুক্ত সকলের প্রশংসা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
এই কাজ শেষ হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে যাতায়াত সহজ হয়ে যাবে। কিছুদিন আগেই KMRCL জানিয়েছিল “রিস্ক ফ্যাক্টর” আর নেই বউবাজারে। সুড়ঙ্গ সংক্রান্ত (সিভিল) সমস্ত কাজ শেষ হয়েছে। লাইন পাতার কাজও প্রায় শেষ দুই টানেলেই। এছাড়া বউবাজারে ২৬০ মিটার অংশে ‘জিও ফিজিক্যাল ইনভেস্টিগেশন’ করা হচ্ছে। ট‍্যানেল ও মাটির উপরেও এটি করা হচ্ছে। বউবাজারের বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট বোজানোর কাজও শুরু।
advertisement
advertisement
বাংলা নববর্ষে শুরু হতে পারে মেট্রো চলাচল। ২০১৯ সাল থেকে বারবার বিপত্তি বেধেছে বউবাজারে। দীর্ঘ পাঁচ বছর পরে অবশ্য এই সব জটিলতা মেটাতে পারল KMRCL. এবার বাকি থাকল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি গোটা পথে সিগন্যালিং ব্যবস্থা যথাযথ করা। সেই কাজ কিছুদিনের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী মেট্রো। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবে। তারপরেই অনুমতি মিললে শুরু হয়ে যাবে যাত্রীবাহী মেট্রো চলাচল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
East-West Metro: বড় খবর যাত্রীদের জন‍্য! শিয়ালদহ-এসপ্ল্যানেড হয়ে গেল সুড়ঙ্গ পথে ট্রলি পরিদর্শন! কবে চলবে মেট্রো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement