Durga Puja 2023: এখনও গর্ত, খানা, খন্দে ভরা রাস্তা? পুজোর আগেই পূর্ত দফতরকে বড় নির্দেশ দিল নবান্ন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Durga Puja 2023: রাস্তার অবস্থা খারাপের জন্য পুজোর সময় যানজট হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই পুলিশের তরফে পূর্ত দফতরকে জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
কলকাতা: রাজ্যজুড়ে পূর্ত দফতরের অধীনে থাকা একাধিক রাস্তার নাজেহাল অবস্থা। আর তাই পুজোর আগে যান চলাচলের যোগ্য করতে হবে রাস্তাগুলি। টানা বৃষ্টির জেরে একাধিক রাস্তায় গর্ত, যান চলাচলের সমস্যা, ট্রাফিক বাড়ছে। রাস্তার অবস্থা খারাপের জন্য পুজোর সময় যানজট হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই পুলিশের তরফে পূর্ত দফতরকে জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
পুজোর সময় রাস্তার গর্ত বা খানাখন্দের জন্য ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেদিকে নজর দিতে হবে। জরুরি ভিত্তিতে যেখানে যেখানে রাস্তা ভেঙে পড়েছে বা গর্ত হয়েছে সেগুলিতে পুজোর আগেই জরুরি ভিত্তিতে যান চলাচলের যোগ্য করার মতো ব্যবস্থা করে দিতে হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।
advertisement
advertisement
বজবজ ট্রাঙ্ক রোডে অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নবান্নে। পুজোর সময় ওই রাস্তায় যাতে যানজট না সৃষ্টি হয় তার জন্য দিন রাত এক করে পূর্ত দফতরের কর্মীদের কাজ করতে হবে। যেখানে যেখানে প্রয়োজন হবে অবিলম্বে প্যাচওয়ার্কের কাজ করে দিতে হবে। আজ পূর্ত দফতর বৈঠক করে বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে। সেই বৈঠকেই পূজোর আগেই জরুরি ভিত্তিতে রাস্তা যান চলাচলের যোগ্য করার নির্দেশ দেওয়া হয় বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 3:09 PM IST