Durga Puja 2022: কীসের উপর মহম্মদ আলি পার্কের মণ্ডপ? জেনেই দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা পুরসভার!

Last Updated:

পুরসভার এক আধিকারিক জানান, পার্কের ওই অংশে মণ্ডপ তৈরি হলে যে কোন‌ও মুহূর্তে সেমি আন্ডারগ্রাউন্ড জলাধারটি ভেঙে পড়তে পারে। (Durga Puja 2022)

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনিশ্চয়তা।
মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনিশ্চয়তা।
#কলকাতা: পুরসভার অনুমতিই নেওয়া হয়নি। বিপন্ন জলাধারের উপর তৈরি মণ্ডপ বিপজ্জনক হতে পারে। মহম্মদ আলি পার্কের প্যান্ডেল তৈরির কাজে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুরসভা। শনিবার পুরসভার তরফে কড়া নোটিশ পাঠানো হয় পুজো কমিটিকে।
তিন বছর পর মহম্মদ আলি পার্কের জলাধারের ওপরে মণ্ডপ তৈরি শুরু করে ইউথ এসোসিয়েশন। তিন বছর আগে এই জলাধারে ফাটল দেখা যায়। তারপর থেকেই মহম্মদ আলি পার্কের দুর্গপুজো সরে গিয়েছিল ফায়ার ব্রিগেডে। পুরসভার সূত্রে খবর, যে অংশে মণ্ডপ তৈরির কাজ শুরু করা হয়েছে, তার নীচে রয়েছে সেমি আন্ডারগ্রাউন্ড জলাধার। এর উপরে মণ্ডপ তৈরি হলে পুজোর সময় সাধারণ মানুষের ভিড়ের চাপে যেকোন‌ও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
আরও পড়ুন: বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো এবার না-ও হতে পারে!
পার্কের ওই অংশে মণ্ডপ তৈরির জন্য আগে থেকে পুরসভার কাছে কোনও অনুমতিও নেয়নি ইউথ এসোসিয়েশন কর্তৃপক্ষ। সেই কারণে দুর্ঘটনার কথা মাথায় রেখে মণ্ডপ তৈরির কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে পুরসভা। মণ্ডপ তৈরির কাজ যতটা হয়েছে, তা অবিলম্বে খুলে ফেলার জন্য পুজো কর্তৃপক্ষকে নোটিসও দিয়েছে পুরপ্রশাসন। উল্লেখ্য, গত তিন বছর ধরে মহম্মদ আলি পার্কের পুজো দমকল অফিসের ভিতরে এবং বাইরের রাস্তায় হয়েছে। তবে এবছর ক্লাব কর্তৃপক্ষ পার্কের ভিতরেই পুজোর সিদ্ধান্ত নেয়। তবে তার জন্য পুর প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়নি বলে দাবি কলকাতা পুরসভার।
advertisement
advertisement
কলকাতা পুরসভা সূত্রের খবর, গত ১১ আগস্ট পুরসভার জল বিভাগের আধিকারিকরা মহম্মদ আলি পার্কের জলাধারের পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ওই সেমি আন্ডারগ্রাউন্ড জলাধারের উপরেই তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল । পরে ১৩ আগস্ট ফের মণ্ডপ চত্বর পরিদর্শনে যান ৫ নম্বর বরোর চেয়ারম্যান ও ৪৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলার। পুরসভার এক আধিকারিক জানান, পার্কের ওই অংশে মণ্ডপ তৈরি হলে যে কোন‌ও মুহূর্তে সেমি আন্ডারগ্রাউন্ড জলাধারটি ভেঙে পড়তে পারে। পরিদর্শনের সময়েই সে কথা জানিয়ে দেওয়া হয় ইয়ুথ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে। পরে পুরসভার  আধিকারিকদের বৈঠকের পর মণ্ডপ তৈরিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেন পুর কর্তারা।
advertisement
আরও পড়ুন: নোভিড, করোনা ছুঁতে পারেনি যাঁদের! পুরোটাই ভাগ্য নাকি রয়েছে অন্য কারণ? জানুন
৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ১৩ অগাস্ট প্রথম চিঠি দিয়ে মোহাম্মদ আলি পার্ক ইউথ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে মণ্ডপের নির্মীয়মান অংশ খুলে ফেলতে অনুরোধ করেন। তিন দিনের সময়সীমাতে পুরসভার নির্দেশ মেনে কাজ করেনি মহাম্মদ আলি পার্ক ইয়ুথ অ্যাসোসিয়েশন পুজো কমিটি। ফের ১৭ আগস্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেন্ট্রাল আরও এক দফায় মন্ডপের কাজ বন্ধ রেখে নির্মীয়মান অংশ খুলে ফেলতে নোটিশ পাঠায় পুজো কমিটিকে।
advertisement
তারপরেও মণ্ডপ তৈরির কাজে কোন হেরফের হয়নি। শনিবার কলকাতা পুরসভায় জরুরি বৈঠকে করা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল নিজেই অবিলম্বে মোঃ আলি পার্কের পুজো প্যান্ডেলের কাজ বন্ধ করতে কড়া নোটিশ পাঠান।
১৯৬৯ সালে ইউথ অ্যাসোসিয়েশনের ব্যানারে মহম্মদ আলি পার্কের প্রথম দুর্গাপূজা শুরু হয় তারাচাঁদ দত্ত স্ট্রিটে। মুনলাইট সিনেমা হলের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউ এর উপর এই পুজোর প্রথম পর্ব শুরু হয়। পাঁচ বছরেই পুজোর  ভিড় এত বাড়তে থাকে যে শেষ পর্যন্ত জলধারের উপরে মোহাম্মদ আলি পার্কে এই পুজো স্থানান্তরিত করতে হয়। তারপর থেকে একনাগাড়ে এই পুজো ইউথ অ্যাসোসিয়েশনের ব্যানারে মোঃ আলি পার্কে জলাধারের ওপরই হতে থাকে। শুধু পুজো নয় পুজো মণ্ডপের সঙ্গে এই জলাধারের উপর বড় মেলাও বসে। লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান এই পুজো কমিটিতে। মধ্য কলকাতার এই পুজোয় ছেদ পরে ২০১৯ সালে।
advertisement
কলকাতা পুরসভা এই সেমি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে ফাটল দেখা দেওয়ায় মেরামতির সিদ্ধান্ত নেয়। ২০১৯ এবং ২০২০ দু'বছর দমকল কেন্দ্রের ভেতরেই এই দুর্গোপূজো করেন কর্তৃপক্ষ। পরের বছর করোনা আবহও একটু কমলে ২০২১ সালে মহম্মদ আলি পার্ক এর মেন গেটের সামনে সেন্ট্রাল অ্যাভিনিয়ের উপর এই পুজো হয়। এবার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ফের মহম্মদ আলি পার্কের ওপরেই পুরনো ভাবেই পুজো হবে। কিন্তু জলাধারের অবস্থা জেনে পুরো কর্তৃপক্ষের থেকে কোনও ধরনের অনুমতি নেওয়া হয়নি। তাই জলাধারের স্বাস্থ্য এবং বিপদজনক পরিস্থিতি র কথা মাথায় রেখেই কলকাতা পুর কর্তৃপক্ষের কড়া চিঠি মহম্মদ আলি পার্ক পূজা কমিটিকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: কীসের উপর মহম্মদ আলি পার্কের মণ্ডপ? জেনেই দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা পুরসভার!
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement