ইন্টারভিউতে অদ্ভুত প্রশ্ন করে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে জনপ্রিয় খাদ্যপ্রস্তুতকারী সংস্থা!

Last Updated:

যার জেরে সংস্থাকে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে অভিযোগকারিণীকে। (Viral News)

ইন্টারভিউতে অদ্ভুত প্রশ্ন (প্রতীকী ছবি)
ইন্টারভিউতে অদ্ভুত প্রশ্ন (প্রতীকী ছবি)
#ডাবলিন: চাকরির ইন্টারভিউতে এক মহিলাকে তাঁর লিঙ্গ ও বয়সের ভিত্তিতে বিচার করা হয়েছিল। বিখ্যাত খাদ্য প্রস্তুতকারক সংস্থা ডমিনোজ-এ চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন ওই মহিলা। উত্তর আয়ারল্যান্ডের এই ঘটনা আপাতত সংবাদ শিরোনামে।
কারণ, এই ঘটনার পরই আইনি পদক্ষেপ করেছিলেন মহিলা। যার জেরে সংস্থাকে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে অভিযোগকারিণীকে।মহিলার কাছে ক্ষমাও চাইতে হয়েছে সংস্থাকে। আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, ইন্টারভিউতে মহিলাকে প্রথম প্রশ্নই করা হয় তাঁর বয়স কত।
আরও পড়ুন: নোভিড, করোনা ছুঁতে পারেনি যাঁদের! পুরোটাই ভাগ্য নাকি রয়েছে অন্য কারণ? জানুন
টাইরোন কান্ট্রির স্ট্রবেন এলাকার আউটলেটে ডেলিভারি ড্রাইভার হিসেবে চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই মহিলা। বয়স বলার পর চাকরি প্রদানকারী সংস্থার কর্মীরা বলেন, 'আপনাকে দেখে তা মনে হচ্ছে না'। তখনই তিনি বুঝতে পারেন, চাকরিটা তিনি পাবেন না।
advertisement
advertisement
আরও পড়ুন: বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো এবার না-ও হতে পারে!
অভিযোগকারিণী মহিলার নাম জেনিস ওয়ালস। তিনি সঙ্গে সঙ্গেই এই ঘটনার কথা ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আনেন। এর পরই ইন্টারভিউ প্যানেলের তরফে ওয়ালসের কাছে ক্ষমা চাওয়া হয়। মহিলা এবং তাঁর বয়সের ভিত্তিতে কী ভাবে কোনও সংস্থা ডেলিভারি ড্রাইভারের জন্য বিচার করতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন ওয়ালস। আইনি পদক্ষেপ করার পরই সংস্থার তরফে ক্ষতিপূরণ দেওয়া হয় ওয়ালসকে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইন্টারভিউতে অদ্ভুত প্রশ্ন করে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে জনপ্রিয় খাদ্যপ্রস্তুতকারী সংস্থা!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement