বড় খবর! দুয়ারে রেশন মামলায় সুপ্রিম কোর্টে 'স্বস্তি', জেলাগুলিকে 'দ্রুত' নির্দেশ খাদ্য দফতরের

Last Updated:

দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হয়েছিল রাজ্য।

দুয়ারে রেশন প্রকল্প
দুয়ারে রেশন প্রকল্প
#কলকাতা: দুয়ারে রেশন চলবে। দুয়ারে রেশন করা নিয়ে আপাতত কোনও আইনি সমস্যা নেই। আপনারা আরও দ্রুততার সঙ্গে দুয়ারে রেশনের কাজ করুন। এই মর্মে বিভিন্ন জেলাশাসকদের নির্দেশ দিল রাজ্য খাদ্য দফতর। জানানো হয়, "সুপ্রিম কোর্টের দুয়ারে রেশন নিয়ে শুনানি হয়েছে। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা। তাই দুয়ারে রেশন রাজ্যজুড়ে করতে আপাতত কোনও আইনি বাধা নেই।" প্রসঙ্গত দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হয়েছিল রাজ্য।
খাদ্য দফতর সূত্রে খাদ্য দফতরের সচিব জেলাশাসকের নির্দেশ দেন, "আপনারা দুয়ারে রেশনের জন্য আরও দ্রুততার সঙ্গে কাজ করুন। এক্ষেত্রে খাদ্য দফতরের নির্দেশ মোতাবেক এবার আর কোনও আইনি জট রইল না। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল দুয়ারে রেশন নিয়ে। সেখানেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর স্থিতাবস্থা।
advertisement
advertisement
দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে যে কোনও ‘বাধা’র সঙ্গে লড়ে যাবেন বলে গত সপ্তাহেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে একটি বক্তৃতায় তিনি বলেন, ‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড় খবর! দুয়ারে রেশন মামলায় সুপ্রিম কোর্টে 'স্বস্তি', জেলাগুলিকে 'দ্রুত' নির্দেশ খাদ্য দফতরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement