একটু ছাড় মিলতেই শুরু মাদক পাচার! হাতেনাতে ধরল শুল্ক দফতর
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
খিদিরপুর থেকে আসা গাড়িটিকে আটক করা হয় পিটিএম মোড়ে। সেখানে গাড়িটিকে থামিয়ে তল্লাশি করতেই মেলে বিদেশি সিগারেট।
#কলকাতা: সাধারণ মানুষের সুবিধায় বেশ কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার। সেই সুবিধার সুযোগে বেআইনি জিনিস পাচার করতে ছক করছে একদল অসাধু ব্যাক্তি। রাজ্য সরকারের তরফে বেশ কিছু ছাড় দেওয়ায় লকডাউনের অন্যদিনগুলোর মধ্যে মঙ্গলবার তুলনামূলক ভাবে সামান্য বাড়তি গাড়ি দেখা যায় শহরের রাস্তায়। সেই সুযোগে নিতে এবার মাদক পাচারের ছক কষেও রেহাই হল না পাচারকারীরা।
শুল্ক দফতরের কাছে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে শহরের বিভিন্ন জায়গায় হানা দেয় শুল্ক দফতরের অফিসারা। খিদিরপুর থেকে আসা গাড়িটিকে আটক করা হয় পিটিএম মোড়ে। সেখানে গাড়িটিকে থামিয়ে তল্লাশি করতেই মেলে বিদেশি সিগারেট। সেই সমস্ত সিগারেটের বৈধ কাগজ দেখতে চাইলেও কোন কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক ও সঙ্গে থাকা এক ব্যাক্তি। বিদেশি সিগারেটের বাজার মূল্য ১৮ লক্ষ টাকা। তারপরেই সেই মাদকের রহস্যভেদ করতে নামে শুল্ক দফতরের অফিসারা।
advertisement
আটক দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসে বহু তথ্য। সেই মাদক পাচারের মাষ্টার মাইন্ডকে নাগালে আনতে শুরু হয় বিভিন্ন প্রশ্ন। জেরার মুখে ভেঙে পড়ে উঠে আসে নামী এক বিমান সংস্থার নাম। এদিনের বিপুল পরিমানের মাদক বিদেশি সিগারেটের সন্ধান পাওয়ার পরেই এই চক্রের হদিস পেতে চায় শুল্ক দফতর। এদিনের অভিযানে জরুরি পরিষেবা স্টিকার লাগানো গাড়িতে মাদক পাচারের চেষ্টা অবাক করেছে শুল্ক দফতরের অফিসারদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 9:20 PM IST