#ওঙ্কার সরকার, কলকাতা : প্রাথমিক ভাবে চিকিৎসকেরা অনুমান করেছিলেন মহিলা গর্ভবতী। কিন্তু, রিপোর্ট সামনে আসতেই চক্ষুচড়়কগাছ। বাচ্চা নয়, মহিলার পেটের মধ্যে বাসা বেঁধেছে টিউমার। তা-ও আবার ছোটখাটো নয়। সেই টিউমারের ওজন প্রায় সাড়ে ছ-কেজি!
শনিবার প্রায় সাড়়ে ৪ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার করে মহিলার শরীর থেকে সাড়ে ৬ কেজির টিউমার বাদ দিলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা।
আরও পড়ুন: ‘‘সিবিআই হেফাজতে কী করে মারা গেল’, লালন শেখের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার
দমদমের বাসিন্দা রমা হালদারের বয়স ৪৫। গত প্রায় দেড় বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন । নিজের বলতে তেমন কেউ নেই। তাই দুজন প্রতিবেশীর সাহায্য নিয়েই এসএসকেএম-এ চিকিৎসা করাতে আসেন। বহুবার হাসপাতালে এলেও কিছুতেই বেড মিলছিল না। বারবার স্ত্রীরোগ বিভাগের আউটডোরে দেখিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছিল।
আরও পড়ুন: অরুণাচলে ভারত-চিন সংঘর্ষ, এর পিছনেও নেহরু-রাজীবের হাত? কী বললেন শাহ!
তেমনই মঙ্গলবারও এসএসকেএম-এর আউটডোরে ডাক্তার দেখাতে যান রমা। চিকিৎসক সিরাজ আহমেদ তাঁকে দেখেই অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই মতো এসএসকেএম হাসপাতালে ভর্তিও হন ওই মহিলা। প্রথমে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা দেখে বেশ চিন্তায় পড়েন। তারপর শনিবার দুপুরে হয় অস্ত্রোপচার।
প্রায় চার ঘণ্টা ধরে হয় রমা দেবীর অস্ত্রোপচার করেন এসএসকেএম-এর চিকিৎসকেরা। চিকিৎসক সিরাজ আহমেদের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম রমা দেবীর অস্ত্রোপচার করেন এদিন। হাসপাতাল সূত্রের খবর, মহিলার পেটের প্রায় ৭০ শতাংশ জায়গা জুড়েই টিউমার ছড়িয়েছিল। খাদ্যনালী থেকে জরায়ু পর্যন্ত গোটা জায়গাই দখল নিয়েছিল টিউমার।
চিকিত্সক বলেন, "টিউমারের ওজন এত বেশি হওয়ায় তাঁর শরীর থেকে মাঝেমাঝেই রক্তপাত হত। হিমোগ্লোবিন ৫-এর নীচে নেমে গিয়েছিল। এদিন রক্তসঞ্চালন কিছুটা স্বাভাবিক করে অস্ত্রোপচার শুরু করি আমরা।" অস্ত্রোপচারের পরে আপাতত সুস্থ রমা দেবী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।