অরুণাচলে ভারত-চিন সংঘর্ষ, এর পিছনেও নেহরু-রাজীবের হাত? কী বললেন শাহ!

Last Updated:

শাহ বলেন, "চিনা দূতাবাসের কাছ থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা পেয়েছে রাজীব গান্ধি ফাউন্ডেশন।"

#নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে ভারত-চিন সেনা সংঘর্ষের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজীব গান্ধি ফাইন্ডেশন নিয়ে কংগ্রেসকে পাল্টা বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, চিনা দূতাবাসের কাছ থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা নিয়েছিল রাজীবের স্বেচ্ছাসেবী সংস্থা।
গালওয়ানের পরে অরুণাচলের সীমান্ত। দু বছর পরে ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত এবং চিনের সেনা। ডিসেম্বরের ৯ তারিখ অর্থাৎ শুক্রবার রাতে দুই দেশের সেনা নিয়ন্ত্রণরেখায় খুব কাছাকাছি চলে আসে বলে খবর। হাতহাতিতেও জড়িয়ে পড়ে দু-পক্ষ। জানা গিয়েছে, প্রায় ৩০০ সৈন্য নিয়ে তাওয়াং সেক্টরের কাছে ভারতীয় সেনার উপরে চড়াও হয়েছিল চিন। ঘটনায় দুই তরফেই কম বেশি আহত হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: লালন মৃত্য়ুতে চাপে সিবিআই, শুরু বিভাগীয় তদন্ত! দিল্লি থেকে রিপোর্ট তলব
৯ ডিসেম্বরের সেই ঘটনা সোমবার সামনে আসতেই শোরগোল পড়ে যায় সব মহলে। মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানায় কংগ্রেস।
advertisement
এ হেন পদক্ষেপের কারণে এদিন সংসদভবনের বাইরে এসে সাংবাদিকদের সামনে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ দাবি করেন, সংসদে রাজীব গান্ধি ফাউন্ডেশন সংক্রান্ত প্রশ্ন এড়াতেই এদিন চিনা অনুপ্রবেশ নিয়ে বিশেষ আলোচনা দাবি করেছে কংগ্রেস।
শাহ বলেন, "চিনা দূতাবাসের কাছ থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা পেয়েছে রাজীব গান্ধি ফাউন্ডেশন।" তাঁর দাবি, এই লেনদেন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) আইন অনুযায়ী হয়নি, তাই রাজীব গান্ধি ফাউন্ডেশনের রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে। শাহের কটাক্ষ, নেহরুর চৈনিক প্রীতির কারণেই রাষ্ট্রপুঞ্জের সুরক্ষা কাউন্সিলে ভারতকে তার স্থায়ী আসন হারতে হয়েছে।
advertisement
এদিন ভারত-চিন সংঘর্ষের ঘটনা ঘিরে ভারতীয় সেনারও ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যতদিন ভারতে বিজেপির সরকার রয়েছে, ততদিন, কেউ ভারতের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না। এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি।"
যদিও, অরুণাচল ইস্যুতে রাজীব গান্ধি ফাউন্ডেশনের কথা তুলে ধরার বিষয়টি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে দাবি করেছে হাত শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মতে, "FCRA-র রাজীব গান্ধি ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল হওয়ার সঙ্গে চিনা অনুপ্রবেশের কোনও সম্পর্ক নেই।" পাল্টা সুর চড়িয়ে খাড়্গের মন্তব্য, "যদি এটা আমাদের দোষ হয়, তাহলে আমাদের ফাঁসি দিয়ে দিন (মোদি)!"
বাংলা খবর/ খবর/দেশ/
অরুণাচলে ভারত-চিন সংঘর্ষ, এর পিছনেও নেহরু-রাজীবের হাত? কী বললেন শাহ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement