Dilip Ghosh: ‘আমার কাছে মিশন’! এবার পার্টির বড় নেতার ‘ডাক’...দিল্লি যাওয়ার আগে মুখ খুললেন দিলীপ

Last Updated:

তিনি কি অভিমানী ছিলেন? এদিন সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘‘দলের সঙ্গে আমার দেওয়া নেওয়া সম্পর্ক নয়। রাজনীতি কারুর কাছে প্রফেশন। কারুর কাছে অকুপেশন। আমার কাছে মিশন। আমি কিছু দিতে এসেছি। পার্টি দায়িত্ব দিয়েছিল। আমি পালন করেছি মাত্র। ২৬ আমাদের কাছে একটা মাইল স্টোন। আমাদের সেটা পার করতে হবে। পার্টি এখন সিনিয়র লোককে সভাপতি করেছে। তিনি নতুন পুরোনো মিলিয়ে কাজ করতে চাইছেন। এগোতে চাইছেন। আমি সঙ্গে আছি।’’

News18
News18
কলকাতা: তৃণমূলে যাবেন? বড় দায়িত্ব নিয়ে দলে থাকবেন? নাকি চলে যাবেন বাংলার বাইরে৷ গত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষকে নিয়ে তুমুল চর্চা বঙ্গ রাজনীতিতে৷ এর মাঝেই গত মঙ্গলবার ফুল-শ্লোগানের মাঝে দীর্ঘ কয়েক বছর পরে সল্টলেকের বিজেপি সদর দফতরে পা রেখেছেন একদা ‘অভিমানী’ নেতা দিলীপ ঘোষ৷ আর তার পরের দিন অর্থাৎ, বুধবারই সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে উড়ে গেলেন দিল্লির উদ্দেশে৷ যাওয়ার আগেও দিল্লি যাত্রার কার্য-কারণ নিয়ে অভ্যাস মাফিক রেখে গেলেন ধোঁয়াশা৷
একুশের মঞ্চে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এদিন দিলীপের কটাক্ষ, ‘‘সেই বন্ধুরা খুব কষ্টে আছে যারা আমাকে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছিল। যারা নতুন অন্য পার্টির নাম দিয়ে আমাকে তার নেতা বানিয়ে দিয়েছিল। তাদের কাল থেকে কি ভাবে চলে দেখি। কাল রাত থেকে তারা মিটিং করেছে এইবার কি ফান্ডা বের করা যায়। গল্প তৈরি করে করে তারা মাথা খারাপ করে ফেলছেন৷ গল্প তৈরি করে করে তারা ক্লান্ত৷’’
advertisement
দলেই ছিলেন, দলেই রয়েছেন, কিন্তু গত কয়েক বছরে দূরত্ব বেড়েছিল বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে৷ অনেক সময়েই তা নিয়ে অভিমান ঝরে পড়েছে তাঁর কথায়৷ তবে শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির পদে অভিষিক্ত হওয়ার পরেই মঙ্গলবার দেখা গিয়েছে ম্যাজিক৷
advertisement
advertisement
তিনি কি অভিমানী ছিলেন? বিমানবন্দরে এদিন সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘‘দলের সঙ্গে আমার দেওয়া নেওয়া সম্পর্ক নয়। রাজনীতি কারুর কাছে প্রফেশন। কারুর কাছে অকুপেশন। আমার কাছে মিশন। আমি কিছু দিতে এসেছি। পার্টি দায়িত্ব দিয়েছিল। আমি পালন করেছি মাত্র। ২৬ আমাদের কাছে একটা মাইল স্টোন। আমাদের সেটা পার করতে হবে। পার্টি এখন সিনিয়র লোককে সভাপতি করেছে। তিনি নতুন পুরোনো মিলিয়ে কাজ করতে চাইছেন। এগোতে চাইছেন। আমি সঙ্গে আছি।’’
advertisement
পুরনোদের হৃত সম্মান ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও এদিন মন্তব্য করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি৷ বলেন, ‘‘পুরোনোদের সবসময় গুরুত্ব থাকা উচিত। কারণ তারাই রক্ত দিয়ে ঘাম দিয়ে স্যাক্রিফাইস করে পার্টি দাঁড় করিয়েছেন। পার্টি ক্ষমতার কাছাকাছি এলে বহু লোক এসে জুটে যায়। সবাই আদর্শ নিয়ে আসে না। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। তাই নিতে হবে সবাইকে। পরিবেশ পজিটিভ করতে হবে। ’’
advertisement
নতুন-পুরনো একসাথে চলা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন দিলীপ৷ বলেন, ‘‘এদের তো আমিই এনেছি। আমার সময়তেই এরা এসেছে। কেউ বলতে পারবে আমি কাউকে বঞ্চিত করেছি? দিলীপ ঘোষ যখন মনে করেছে দলে আমার গুরুত্ব নেই, আমি সরে গেছি। যখন ডাকা হয়েছে তখন আমি গেছি।’’
advertisement
তাহলে এই দফায় তাঁর দিল্লি যাত্রার পিছনে কারণ কী? কার ডাকে রাজধানী উড়ে যাচ্ছেন দিলীপ? এই উত্তরটা অবশ্য ধোঁয়াশাতেই দেন দিলীপ৷ নেতার কথায়, ‘‘দিল্লি যাওয়াটা একটা ফ্যাশনের মধ্যে পড়ে রাজনীতিতে৷ আমি সেই ফ্যাশন অনুকরণ করি না৷ তবে দিল্লিতে অনেক নেতা আছেন পুরনো লোক আছেন তাঁরা ডাকেন৷ আমি দিল্লি সভাপতি হওয়ার পর গত ২০ বছর ধরে যাই৷ ওখানকার বাঙালি বস্তিতে সেখানে প্রচার করি৷ অনেকের বাড়িতে খাওয়া দেওয়া করি৷ আমি যখন এমপি ছিলাম না, তখনও ওখানে গিয়েছি৷ ওখানকার সঙ্গে একটা সম্পর্ক আছে৷ আজ কেউ না কেউ ডেকেছেন। পার্টির বড় নেতা (কে ডেকেছেন কিছুতেই বললেন না দিলীপ) আমি তাই যাচ্ছি।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ‘আমার কাছে মিশন’! এবার পার্টির বড় নেতার ‘ডাক’...দিল্লি যাওয়ার আগে মুখ খুললেন দিলীপ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement