Dilip Ghosh: সব্যসাচী কেন তৃণমূলে? উত্তর দিলেন দিলীপ ঘোষ! 'বাবুল-হীন' আসানসোল নিয়ে আত্মবিশ্বাসী?

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষ শুক্রবার সাংবাদিদকদের মুখোমুখি হয়ে বলেন, "২০২১ এ আমরা তুঙ্গে উঠেছি। আবার পিছিয়ে পড়েছি। শিক্ষা পেয়েছি।"

সব্যসাচী-বাবুল প্রসঙ্গে দিলীপ ঘোষ 
File ছবি।
সব্যসাচী-বাবুল প্রসঙ্গে দিলীপ ঘোষ File ছবি।
#কলকাতা: "২০২১ অনেক শিক্ষা দিয়ে গেল। বাংলার রাজনীতির ইতিহাসে উত্থান পতনের বছর।" বছরশেষের দিনে ইকো পার্কে প্ৰাতঃভ্ৰমণে এসে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গেরুয়া শিবিরের উত্থান পতন নিয়েও দিলেন বিবৃতি। একইসঙ্গে অবশ্য পুরভোট (West Bengal Municipal Election 2022) প্রসঙ্গেও এদিন জোরালো বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। মুখ খুললেন এককালীন সতীর্থ, সব্যসাচী দত্ত থেকে বাবুল সুপ্রিয় প্রসঙ্গেও।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) শুক্রবার সাংবাদিদকদের মুখোমুখি হয়ে বলেন, "২০২১ এ আমরা তুঙ্গে উঠেছি। আবার পিছিয়ে পড়েছি। শিক্ষা পেয়েছি।" একইসঙ্গে কেন সব্যসাচী দত্ত(Sabyasachi Dutta) তৃণমূলে সেই প্রশ্নে নিজের ব্যাখ্যা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "সব্যসাচী টিকিটের জন্যই গেছে। এরকম অনেকেই এসেছিলেন বিধানসভা ভোটের আগে। ভেবেছিলেন বিজেপি জিতবে। জেতেনি। তাই চলে গেছে।"
advertisement
advertisement
বাবুল সুপ্রিয় (Babul Supriyo) গেরুয়া শিবির ত্যাগ করাতেই কী আসানসোলের মাটি আলগা হতে চলেছে বিজেপির ভবিষ্যতে? পুরভোটের আগে কী সেই সংকেত পাচ্ছেন দিলীপ ঘোষ? উত্তরে প্রবীণ নেতা (Dilip Ghosh) দ্বর্থহীন ভাষায় বলেন, "বাবুল আমাদের নেতা ছিলেন না। মন্ত্রী ছিলেন। তাঁর যাওয়ার সঙ্গে আসানসোল ভোটের (West Bengal Municipal Election 2022) কোনও সম্পর্ক নেই। সব জায়গাতেই টাফ ফাইট হবে। কলকাতা ও আশেপাশে আমাদের সংগঠন দুর্বল। জেলায় তা হবে না।"
advertisement
এর আগে বৃহস্পতিবারই রাজ্যের পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন দিলীপ ঘোষ। করোনা সতর্কতা নিয়ে তিনি বলেন, 'ভয়ের পরিবেশ, অন্য রাজ্য সব উৎসব অনুষ্ঠান বাতিল করেছে, আমাদের রাজ্য ঢিলেঢালা'। তিনি আরও বলেন, অন্য রাজ্যে করোনা বলে ভোট বাতিলের চেষ্টা চলছে। তবে এবিষয় নিয়ে রাজনীতিকরা সিদ্ধান্ত নেবেন না, বিশেষজ্ঞরা নেবেন বলতেও শোনা যায় তাঁকে।
advertisement
গঙ্গাসাগর মেলার নাম না করেই রাজ্য সরকারকে 'খেলা-মেলা' মন্তব্যে আক্রমণ করেন দিলীপ ঘোষ। কুম্ভমেলা নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম মেলা কুম্ভমেলা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজ্য বিধিনিষেধ আরোপ করলেও কেউ মানে না। তিনি বলেন, রাজ্যের উচিত সার্বিক বিষয় বুঝে সিদ্ধান্ত নেওয়া।
advertisement
পুরভোট (West Bengal Municipal Election 2022) প্রসঙ্গে তিনি বলেন, 'সব পুরসভার প্রার্থী তালিকা তৈরি। শিলিগুড়িতে সমস্যা কম, তাই তালিকা প্রকাশ হয়েছে বাকিগুলোতেও শীঘ্রই হবে।' তিনি এও বলেন যে, তারকা প্রচারের ব্যাপারেও দল ভাবছে, চারটি পৌরসভাই খুব গুরুত্বপূর্ণ। জেতার জন্যই ভোটে লড়াই, তাই দল তারকা বা হেভিওয়েট প্রচারের ব্যাপারে অবশ্যই ভাববে।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: সব্যসাচী কেন তৃণমূলে? উত্তর দিলেন দিলীপ ঘোষ! 'বাবুল-হীন' আসানসোল নিয়ে আত্মবিশ্বাসী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement