হোম » ছবি » কলকাতা » এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, কড়া ঠান্ডা! শীতের দুরন্ত ইনিংস কবে?

West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

  • Bangla Digital Desk

  • 18

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    ফের প্রবল পরিবর্তনের ইঙ্গিত বাংলার আবহাওয়ায় (West Bengal Weather Update)! নতুন বছরেই কাঁপাবে শৈত্যপ্রবাহ? আবহাওয়া দফতর দিচ্ছে সেরকমই ভবিষ্যৎবাণী। বছর শেষের দিনের শুরু থেকেই শহর কলকাতার বুকে ছিল কুয়াশা ঢাকা। কিন্তু বেলা বাড়তেই পরিষ্কার আকাশ দেখা গিয়েছে শুক্রবার। সেইসঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিনে ৪ ডিগ্রি  (Cold wave Winter Forecast)তাপমাত্রা নামতে পারে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 28

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ(Cold wave Winter Forecast) জারি রয়েছে। তার প্রভাবেই তাপমাত্রা নামবে আগামী তিন/চার দিন। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 38

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    জাঁকিয়ে শীতের পথে বাধা এখনও পশ্চিমী ঝঞ্ঝা। আগামিকাল এবং জানুয়ারির প্রথম সপ্তাহে (West Bengal Weather Update) পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এর ফলে বাধা পাবে উত্তুরে হাওয়া। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 48

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    তবে জানুয়ারির প্রথম সপ্তাহে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। আর তারপরই শুরু হতে চলেছে শীতের (West Bengal Weather Update) ঝোড়ো ইনিংস। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 58

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    পুরো বছরের শেষ আর নতুন বছরের শুরুতে দেশের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা থাকতে পারে ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় প্রবল শৈত্যপ্রবাহের (cold wave) পূর্বাভাসও দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় আবার বিচ্ছিন্নভাবে বৃষ্টির (rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। আগামী ২৪ ঘন্টায় হরিয়ানা, উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে ন্যূনতম তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 68

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    উত্তর পশ্চিম ভারত এবং মধ্য প্রদেশে আগামী ৩-৪ দিন শৈত্যপ্রবাহ  (Cold wave Winter Forecast)থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে। মধ্যপ্রদেশে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে এবং উত্তর প্রদেশে আগামী তিন দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 78

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    উত্তর প্রদেশে আগামী ৫ দিন, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আগামী ২-৩ দিন বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়দায় রাতে কিংবা সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

    MORE
    GALLERIES

  • 88

    West Bengal Weather Update: এক ধাক্কায় ৪° তাপমাত্রার পতন, উত্তরে হাওয়া কড়া ঠান্ডা! শীতের দুরন্ত স্পেলে হাড় কাঁপবে?

    এদিকে পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত (Cold wave Winter Forecast) রূপে অবস্থান করছে। এর প্রভাবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে এরপর আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ধন্টায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES