Dilip Ghosh: 'বেশি লাফাবেন না, সময় খুব খারাপ', তুমুল আক্রমণ দিলীপ ঘোষের! নিশানায় 'বাঘ'

Last Updated:

Dilip Ghosh: দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়ে কী বললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের তুমুল আক্রমণ
দিলীপ ঘোষের তুমুল আক্রমণ
#কলকাতা: তিনি মানেই যেন বিতর্ক। তৃণমূলকে আক্রমণ শানাতে তাঁর অবশ্য জুড়ি মেলা ভার। প্রায় প্রতিদিনই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমন ভাবে আক্রমণ শানান শাসক দলকে, আবশ্যিক ভাবেই যেন বিতর্ক তৈরি হয়েই যায়। রবিবারও তার অন্যথা হল না। দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়ে কী বললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি।
প্রসঙ্গ: পঞ্চায়েত ভোটের সঙ্গে সাত পুরসভার ভোট
দিলীপ ঘোষ: ওঁরা কেন একসঙ্গে ১০০ পুরসভার ভোট করলেন না? কেন হাওড়া ছেড়ে রেখেছেন? নিজেদের সুবিধা মতো ভোট করবেন, ভোট লুঠ করে জেতার চেষ্টা করবেন। তারপরে এই ধরনের নৈতিকতার কথা বলবেন! আপনাদের হিম্মত নেই ভোট করার। সব সময় চিন্তা যে হেরে যাব, হেরে যাব। তাহলে তো এই সমস্যা হবেই। সরকারের সমস্যা। সরকারের অবশ্য কোনও কাজ নেই । দুয়ারে সরকার আর লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কাজ শেষ করে দিচ্ছেন। কিন্তু বাকি যে অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। কারণ নির্বাচন।
advertisement
advertisement
প্রসঙ্গ: লকেটের সন্ত্রাস মন্তব্য
দিলীপ ঘোষ: যদি কেউ মারতে আসে তাহলে দাঁড়িয়ে মার খাব না আমরা। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল? ভগবান কৃষ্ণ শান্তি করার অনেক চেষ্টা করেছিলেন, যখন হল না, তখন যুদ্ধ। আমাদের বাঁচার অধিকার আছে, নির্বাচন লড়ার অধিকার আছে, ভোট লড়ার এবং গণতন্ত্রকে বাঁচাবার অধিকার আছে, সেই জন্য যে রাস্তার প্রয়োজন হবে, সেই রাস্তায় আমরা যাব।
advertisement
প্রসঙ্গ: ফিরহাদ হাকিম বলেছেন, তুমি শান্তিতে ভোট চাইলে আমরা শান্তিতে ভোট করাব, সরকার আমার। সরকার চাইছে শান্তিতে ভোট হোক…
দিলীপ ঘোষ: তোমরা তো সাপ চিরদিন। তাই কেউ তোমাদের বিশ্বাস করে না। সাপ নয়, কখনও কেউটে সাপ, এখন ঢোড়া সাপ হয়ে গেছ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সারা বাংলায় যে অশান্তি হচ্ছে, খুন ধর্ষণ হচ্ছে , বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে, মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, জেলায় জেলায় বোম বন্দুক, নেতার বাড়িতে বোম বন্দুক- এটা কে করেছে? শান্তির কথা বলেছেন আপনারা! লজ্জা করা উচিত ।
advertisement
প্রসঙ্গ: অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা ফিরহাদের
দিলীপ ঘোষ: আমি ওনাকে মনে করিয়ে দেব দুতিন বছর আগে যারা গেছিলেন ভুবনেশ্বর সেই বাঘরা কোথায় আছেন! চিন্তা করুন। তাদের জিজ্ঞাসা করুন, কী অবস্থা হয়েছে, দাঁত আছে না গেছে? কালো চুল সাদা হয়ে গেল, দাঁত চলে গেল। কেউ কেউ উপরে চলে গেল। বেশি লাফাবেন না, সময় খারাপ খুব।
advertisement
প্রসঙ্গ: অগ্নিমিত্রা পালের বক্তব্য, রাজ্য পুলিশে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বয়ে যাবে
দিলীপ ঘোষ: ঠিকই বলেছেন । ২০১৮ তে যা বলেছিল, রেকর্ড হয়ে যাবে খুনোখুনির, সে জন্য ওনারা সেটা চাইছেন, ভয় দেখিয়ে পুলিশ ছাড়া কোনও ভোট তৃণমূল জিততে পারবে না।
advertisement
প্রসঙ্গ: অনন্ত মহারাজের বক্তব্য উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল
দিলীপ ঘোষ: আমি জানি না অনন্ত মহারাজ কী কী বলেছেন, বলতে পারব না।
প্রসঙ্গ: সিউড়িতে বালিঘাটের দখল ঘিরে সংঘর্ষ
দিলীপ ঘোষ: যত গণ্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে, যা কিছু আইনশৃঙ্খলার সমস্যা সব জায়গায় তৃণমূলের লোকেরা যুক্ত আছে। সমাজবিরোধী যা ছিল সমাজে, সব তৃণমূলের ঝান্ডা ধরে নেতা হয়ে গেছে। পঞ্চায়েত হয়ে গেছে, এমএলএ পর্যন্ত হয়ে গেছে। মন্ত্রীদের ডায়ালগ শুনুন, একজন সর্বভারতীয় নেতা মহামন্ত্রী বলছেন যে ১৩ তারিখে তিনি নাকি পুলিশ না থাকলে এইখানে (কপাল দেখিয়ে) গুলি করতেন। আর একজন কোচবিহার থেকে বলছেন দাড়ি ছিড়ে দেবেন কেন্দ্রীয় মন্ত্রীর। এই কথা যদি বলেন তাহসে শান্তির কথা বলছেন? আমাদের দায় পড়েছে শান্তি রাখার? আমাদের বাঁচার অধিকার আছে। আপনারা যে ভাষা বুঝতে পারবেন, সেই ভাষাতেই কথা বলব।
advertisement
প্রসঙ্গ: ১০০ দিনের কাজ নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার
দিলীপ ঘোষ: পুরো রিপোর্ট চাই। কাল প্রধানমন্ত্রীর বক্তব্যতেও এসেছে যে, পুরো রিপোর্ট হিসেব না এলে এক পয়সাও ছাড়বে না কেন্দ্র সরকার। আর এই যে এদের চুরির জন্য বাংলার মানুষকে কষ্ট পেতে হচ্ছে। উন্নয়নের কাজ বন্ধ। রাস্তা ভেঙে গেছে, কোনও কন্ট্রাক্টর কাজ নিচ্ছে না, কারণ পয়সা পাবে না। পঞ্চায়েতের কাজ আটকে গেছে। যে টাকা আসছে, নেতাদের পেট ভরতে চলে যাচ্ছে। উন্নয়ন কী করে হবে!
প্রসঙ্গ: ডিসেম্বর মাস
দিলীপ ঘোষ: আসুক ডিসেম্বর মাস, তারপর বোঝা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'বেশি লাফাবেন না, সময় খুব খারাপ', তুমুল আক্রমণ দিলীপ ঘোষের! নিশানায় 'বাঘ'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement