Digha Jagannath Temple: দিঘায় এবার আরও মজা, জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বড় কাজ শুরু রাজ্যের! বাড়বে ব্যবসা, বাড়বে ভিড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Digha Jagannath Temple: পূর্ব মেদিনীপুরের দিঘায় আরও হোটেল ও বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আরও হোটেল বাণিজ্যিক পরিষেবায় নজর রাজ্যের।
কলকাতা: পূর্ব মেদিনীপুরের দিঘায় আরও হোটেল ও বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আরও হোটেল বাণিজ্যিক পরিষেবায় নজর রাজ্যের।
দিঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা প্রায় ১০ একর জমি হিডকোর অধীনে নিয়ে আসা হচ্ছে। তারপরেই ফ্রি হোল্ড পলিসির মাধ্যমে তা দেওয়া হবে হোটেল ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর! NIRF-এ সেরা হতেই টুইট, ‘আমাদের উৎকর্ষ ফের একবার স্বীকৃত’
নগর উন্নয়ন দফতর নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। নগর উন্নয়ন দফতরের অধীনস্থ সংস্থাগুলির অধীনে মালিকানাধীন যে সমস্ত নন রেসিডেন্সিয়াল প্লট বিভিন্ন শিল্প ইউনিটকে দেওয়া হয়, বিশেষভাবে তাদের কর্মচারীদের আবাসিক বাসস্থানের জন্য ৯৯ বছর বা বেশি সময়ের জন্য লিজ দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, NIRF র্যাঙ্কিংয়ে বাংলার আর কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান?
সেই সমস্ত প্লটগুলিকে রিয়েল এস্টেট বা হাউসিং প্রজেক্ট নির্মাণের উদ্দেশ্যে রূপান্তরিত করার জন্য একটি নীতির নির্ধারণ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 6:56 PM IST