Mamata Banerjee on Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর! NIRF-এ সেরা হতেই টুইট, 'আমাদের উৎকর্ষ ফের একবার স্বীকৃত'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee on Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করল ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন। আর সেখানেই দেখা যায়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে সেরা যাদবপুর।
দিল্লিতে প্রকাশিত এনআইআরএফ র্যাঙ্কিং-এর দশম সংস্করণ অনুযায়ী, দেশের সেরা প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নবম স্থানে এবং সার্বিক ভাবে সেরা প্রথম ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপরই টুইটে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লেখেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, NIRF র্যাঙ্কিংয়ে বাংলার আর কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান?
মমতার টুইট, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃত হল!
advertisement
advertisement
ভারত সরকারের শিক্ষা মন্ত্রক আজ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং ঘোষণা করেছে, যার নাম ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৫ (এনআইআরএফ)। এই বছর, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় বিভাগে, যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম এবং দেশের সকল বিভাগের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে। এটিই একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় যা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমাদের গর্বিত করার জন্য আমার অভিনন্দন!’
advertisement
Happy to share that our pre-eminence in education is recognised again!
Ministry of Education, Government of India has announced the rankings of Higher Education Institutes of the country today, namely India Ranking 2025 (NIRF). This year, in the State Public University…
— Mamata Banerjee (@MamataOfficial) September 4, 2025
advertisement
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার ভারতসেরা!
National Institutional Ranking Framework বা NIRF র্যাঙ্কিং তালিকার সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ১ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন নিয়মিত উপাচার্যহীন করে ফেলে রাখার পরেও! আর ভারতের সেরা…— Bratya Basu (@basu_bratya) September 4, 2025
advertisement
২০২৫-এর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) অনুযায়ী সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশিত হয়েছে। চলতি বছরে সংশ্লিষ্ট র্যাঙ্কিং-এর জন্য ১৪,১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নথিভুক্ত করেছে। তার মধ্যে সার্বিক ভাবে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। সেই তালিকায় দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। ষষ্ঠ স্থানে আইআইটি খড়্গপুর। ১৮তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৪৭ তম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ৬৭তম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতা রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 4:30 PM IST