Dhankhar Writes Letter to Mamata: ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত? এবার Pegasus নিয়ে মমতাকে চিঠি ধনখড়ের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
পেগাসাস কমিশন নিয়ে মুখ্যসচিব উত্তর দিতে ব্যর্থ। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্যপাল।
#কলকাতা: পেগাসাস (Pegasus) নিয়ে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar) ৷ এবার ট্যুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷ জানালেন, পেগাসাস নিয়ে তাঁকে কোনও তথ্য দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার ৷ তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন (Dhankhar Writes Letter to Mamata) ৷
রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) তাঁর ট্যুইটবার্তায় লিখেছেন, পেগাসাস কমিশন নিয়ে মুখ্যসচিব উত্তর দিতে ব্যর্থ। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্যপাল। পেগাসাস কমিশন নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলেন রাজ্যপাল। রাজ্যের নির্ধারিত এই কমিশন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান রাজ্যপাল জগদীপ ধনখড় ৷
advertisement
advertisement
As no documentation was brought to his notice regarding WB Govt Notification #Pegasus Inquiry Panel, WB Governor has directed Chief Secretary @MamataOfficial to make available the same by tomorrow 5 p.m., indicating his earlier failure is not in accord with constitutional norms. pic.twitter.com/mNnmN6HAwL
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 15, 2021
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যপাল (Dhankhar Writes Letter to Mamata) পেগাসাস কমিশন (Pegasus Commission) এই নিয়ে চিঠি দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান তিনি৷ উত্তর দেওয়ার সময়সীমাও বেঁধে দেন৷ কিন্তু সোমবার তাঁর অভিযোগ, এই নিয়ে কোনও তথ্যই তাঁকে রাজ্য সরকারের তরফে দেওয়া হয়নি ৷ তাঁর দাবি, আইন অনুযায়ী রাজ্য সরকার তাঁকে এই সংক্রান্ত তথ্য দিতে বাধ্য৷ তাই এবার তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ৷ মুখ্যসচিব তাঁকে এই সংক্রান্ত তথ্য দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন ওই চিঠিতে৷ অবিলম্বে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেন রাজ্যপাল।
advertisement
উল্লেখ্য সম্প্রতি ফের তুঙ্গে উঠেছে নবান্ন-রাজভবন তরজা। সোমবারই 'মা কিচেন' নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Dhankhar Writes Letter to Mamata) মন্তব্য। ট্যুইটে মমতা প্রশাসনকে বিঁধে জগদীপ ধনখড় জানান যে তিনি অনেকদিন ধরেই খেয়াল করেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু 'মা কিচেন' প্রকল্পটি চালু রাখতে যে তহবিল রয়েছে তা অসাংবিধানিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই মর্মে রাজ্য সরকারের কাছে এই প্রকল্পের খরচের খতিয়ান চেয়ে পাঠিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ধনখড়।
advertisement
শুধু তাই নয় এই মা কিচেনের বরাদ্দ টাকা, খরচের যাবতীয় হিসেবের তথ্য চেয়ে অর্থদফতরের মিনিস্টার-ইন-চার্জ ড. অমিত মিত্রকে সময় বেঁধে দিয়েছেন ধনখড়। রাজ্যপাল জানিয়েছেন, ৩১.৩.২০২১ পর্যন্ত মা প্রকল্পে কত খরচ হয়েছে সেই তথ্য দিতে হবে, এই খরচের মূল উৎস এবং সেই ফান্ড কোন অথরিটি অনুমোদন দিয়েছে সেই তথ্যও চেয়েছেন রাজ্যপাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2021 6:39 PM IST