KMC Election 2021 Counting: ছোট লালবাড়ির দখল নেবে কে? কড়া পুলিশি প্রহরায় পুরভোটের গণনার প্রস্তুতি তুঙ্গে...

Last Updated:

KMC Election 2021: পুরভোটের গননার জন্য মোতায়েন করা হচ্ছে ২ হাজার পুলিশ বাহিনী। সঙ্গে থাকছেন আরও ১ হাজার অফিসার।

কড়া পুলিশি প্রহরায় গণনার প্রস্তুতি 
Photo: Representative Image
কড়া পুলিশি প্রহরায় গণনার প্রস্তুতি Photo: Representative Image
জানা গিয়েছে পুরভোটের (KMC Election 2021 Counting) গননার জন্য মোতায়েন করা হচ্ছে ২ হাজার পুলিশ বাহিনী। সঙ্গে থাকছেন আরও ১ হাজার অফিসার। তাদের মধ্যে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ও অফিসার ইন চার্জরা।
advertisement
advertisement
কোনরকম ফাঁক রাখতে নারাজ নির্বাচন কমিশন(Election Commission)। গননা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। ১০ টি গননা কেন্দ্রে দায়িত্বে থাকবেন ১০ জন ডিসি। এছাড়াও নিদিষ্ট এলাকার ডেপুটি কমিশনাররা নজর রাখবেন। সকাল ৬ টা থেকে গননা শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকছে এই বাহিনী  (KMC Election 2021 Counting)। গননা কেন্দ্রের ২০০ মিটার জারি ১৪৪ ধারা জারি থাকবে।একনজরে দেখে নেওয়া যাক বোরোভিত্তিক গণনা কেন্দ্রগুলি :
advertisement
গণনা কেন্দ্র - বোরো-ভিত্তিক
১. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়- ১ ও ২ নম্বর বোরো
২. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- ৩, ৪, ৫ ও ৬ বোরো
৩. গীতাঞ্জলি স্টেডিয়াম- ৭ ও ১২ বোরো
৪. বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ- ৮ বোরো
৫. ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান, হেস্টিংস হাউস- ৯ বোরো
৬. যোধপুর পার্ক বয়েজ-১০ বোরো
advertisement
৭. যোধপুর পার্ক গার্লস-১১ বোরো
৮. বরিশা হাই স্কুল-১৩ বোরো
৯. ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ-১৪ বোরো
১০. সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রী কলেজ, জাজেস কোর্ট, হেস্টিংস হাউস- ১৫ বোরো
১১. ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা-১৬ বোরো
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election 2021 Counting: ছোট লালবাড়ির দখল নেবে কে? কড়া পুলিশি প্রহরায় পুরভোটের গণনার প্রস্তুতি তুঙ্গে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement