West Bengal Dengue Update: আক্রান্ত প্রায় ৫০ হাজার, রাজ্যে রেকর্ড গড়ছে ডেঙ্গি! রক্তচক্ষু কলকাতাতেও

Last Updated:

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি৷ সরকারি ভাবে স্বীকার না করলেও স্বাস্থ্য দফতরের কর্তারা আড়ালে স্বীকার করে নিচ্ছেন, এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড গড়েছে৷ সরকারি হিসেবেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই৷ সরকারি ভাবে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৭ জন৷
তবে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ বেসরকারি ভাবে মৃতের সংখ্যা পঞ্চাশ ছাড়ালেও সরকারি ভাবে এখনও এ বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা জানানো হয়নি৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, ডেঙ্গিতে কত জনের মৃ্ত্যু হয়েছে তা জানতে ডেথ অডিট চলছে৷
advertisement
advertisement
গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হারও উদ্বেগজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ৷
আরও পড়ুন: 'আসল কথা বার করে ছাড়বেই', দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! রেয়াত নয় কাউকে
আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা কলকাতা সহ তিন জেলায়৷ এর মধ্যে পরিস্থিতি সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়৷ সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন৷ এর পরেই রয়েছে মুর্শিদাবাদ৷ সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন৷ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা৷ গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন৷
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে৷ গোটা রাজ্যে কলকাতাতেই ডেঙ্গি সংক্রমণের হার সবথেকে বেশি (২৪.৮ শতাংশ)৷ এর পরে রয়েছে জলপাইগুড়ি এবং হুগলি জেলা৷
কলকাতা পুরসভা এলাকায় পরিস্থিতি সবথেকে খারাপ ১৩ নম্বর বরোয়৷ শুধু এই বরোতেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১২৮ জন৷ এর পর রয়েছে ১০ নম্বর বরো৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫৬৷ এর পাশাপাশি কলকাতা পুরসভার ১০৯ এবং ১০৬ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গির প্রকোপ মারাত্মক ভাবে বেড়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Dengue Update: আক্রান্ত প্রায় ৫০ হাজার, রাজ্যে রেকর্ড গড়ছে ডেঙ্গি! রক্তচক্ষু কলকাতাতেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement