West Bengal Dengue Update: আক্রান্ত প্রায় ৫০ হাজার, রাজ্যে রেকর্ড গড়ছে ডেঙ্গি! রক্তচক্ষু কলকাতাতেও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে৷
#কলকাতা: ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি৷ সরকারি ভাবে স্বীকার না করলেও স্বাস্থ্য দফতরের কর্তারা আড়ালে স্বীকার করে নিচ্ছেন, এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড গড়েছে৷ সরকারি হিসেবেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই৷ সরকারি ভাবে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৭ জন৷
তবে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ বেসরকারি ভাবে মৃতের সংখ্যা পঞ্চাশ ছাড়ালেও সরকারি ভাবে এখনও এ বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা জানানো হয়নি৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, ডেঙ্গিতে কত জনের মৃ্ত্যু হয়েছে তা জানতে ডেথ অডিট চলছে৷
আরও পড়ুন: পারদ নামল কুড়ির ঘরে, শীতের প্রাক্কালে ফের নিম্নচাপ! বাংলায় প্রভাব পড়বে? জানুন আবহাওয়ার আপডেট
advertisement
advertisement
গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হারও উদ্বেগজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ৷
আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা কলকাতা সহ তিন জেলায়৷ এর মধ্যে পরিস্থিতি সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়৷ সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন৷ এর পরেই রয়েছে মুর্শিদাবাদ৷ সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন৷ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা৷ গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন৷
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে৷ গোটা রাজ্যে কলকাতাতেই ডেঙ্গি সংক্রমণের হার সবথেকে বেশি (২৪.৮ শতাংশ)৷ এর পরে রয়েছে জলপাইগুড়ি এবং হুগলি জেলা৷
কলকাতা পুরসভা এলাকায় পরিস্থিতি সবথেকে খারাপ ১৩ নম্বর বরোয়৷ শুধু এই বরোতেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১২৮ জন৷ এর পর রয়েছে ১০ নম্বর বরো৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫৬৷ এর পাশাপাশি কলকাতা পুরসভার ১০৯ এবং ১০৬ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গির প্রকোপ মারাত্মক ভাবে বেড়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 11:17 AM IST