West Bengal Weather Update || পারদ নামল কুড়ির ঘরে, শীতের প্রাক্কালে ফের নিম্নচাপ! বাংলায় প্রভাব পড়বে? জানুন আবহাওয়ার আপডেট
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update || আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে।
আজ ফের ২০-ঘরে নামল কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। আগামী কয়েকদিন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আগামী সপ্তাহে শেষের দিকে জেলায় জেলায় শীতের আমেজ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি উত্তরবঙ্গ ও সিকিমের পার্বত্য এলাকায়। সিকিমে হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। প্রবিবেদন- বিশ্বজিৎ সাহা
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে। জলীয়বাষ্প কমবে, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়নি।
advertisement
advertisement
জেলায় জেলায় হালকা শীতের আমেজ সকালে ও সন্ধ্যায়। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের আমেজ একটু বাড়বে, তাপমাত্রা ক্রমশ কমবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির করতে পারে বেশ কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে।
advertisement
সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। সিকিমের উঁচু এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন পার্বত্য এলাকায়। পার্বত্য এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
advertisement
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। নিম্নচাপটি অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যেও। আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
advertisement
advertisement