রেডলাইট এলাকার যুবতী দিল 'নম্বর'! নাটকীয় মোড়, কলকাতা পুলিশের জিম্মায় দুঁদে তোলাবাজ
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Money Extortion Case: পুলিশ জানতে পারে রেড লাইট এলাকায় যাতায়াত রয়েছে সলমনের। সেখানেও অভিযান চালানো হয়। রেড লাইট এলাকার এক যুবতীর কাছে থেকে মেলে সলমনের নম্বর।
কলকাতা: রেডলাইট এলাকায় নিয়মিত যাতায়াত, সেখানকার যুবতীই পুলিশকে দিল অপরাধীর নম্বর! পুলিশ ধরল তাকে। উত্তরবন্দর থানার তোলাবাজির ঘটনায় গ্রেফতার ১ জন। রাঁচির দুই যুবককে আটকে রেখে তোলা আদায়ের অভিযোগ ছিল এই মহম্মদ সলমনের বিরুদ্ধে।
অভিযুক্ত দিল্লির বাসিন্দা, এখানে আনন্দপুর থানা এলাকায় ভাড়া থাকত। বাবুঘাট এলাকায় তোলা আদায় করত বলে অভিযোগ। উত্তর বন্দর থানায় অভিযোগ জমা পড়তে শুরু হয় সলমনের খোঁজ। পুলিশ জানতে পারে রেড লাইট এলাকায় যাতায়াত রয়েছে সলমনের।সেখানেও অভিযান চালানো হয়।
advertisement
advertisement
রেড লাইট এলাকার এক যুবতীর কাছে থেকে মেলে সলমনের নম্বর। সেই নম্বরের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আনন্দপুর এলাকা থেকে ধরা হয় সলমনকে। ধরার সময়ও নাটকীয় মোড়! পুলিশ পৌঁছেছে জানতে পেরে পালানোর চেষ্টা করেছিল সলমন। ধরা পড়লে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। অবশেষে গ্রেফতার করা যায় এই তোলাবাজকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 4:21 PM IST