ভিলেনের অভিনয় করে নাম-যশ, হিরো হতে গিয়েই ডুবল কেরিয়ার! ২০২৪-এ গায়ে লাগল ফ্লপের ধাব্বা

Last Updated:
Guess The celebrity from Jism movie: নায়ক হওয়ার সব গুণই তাঁর রয়েছে। রূপ, চেহারা, অভিনয় দক্ষতা। ভিলেনের অভিনয় করেই পেয়েছেন নাম-যশ। কে বলুন তো?
1/8
“খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে।” জন আব্রাহামেরও তাই হয়েছে। ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পাচ্ছিলেন। কিন্তু মাথায় যে কীসের ভূত চাপল, ফের নায়ক হতে গেলেন। সঙ্গে সঙ্গে ফ্লপ।
“খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে।” এই অভিনেতারও তাই হয়েছে। ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পাচ্ছিলেন। কিন্তু মাথায় যে কীসের ভূত চাপল, ফের নায়ক হতে গেলেন। সঙ্গে সঙ্গে ফ্লপ।
advertisement
2/8
অবশ্য নায়ক হওয়ার সব গুণই তাঁর রয়েছে। রূপ, চেহারা, অভিনয় দক্ষতা। কোনও কিছুরই কমতি নেই। অ্যাকশন দৃশ্যেও সাবলীল। কিন্তু বক্স অফিসে শিকে ছেঁড়েনি। প্রায় সব ছবিই ফ্লপ। ভিলেনের চরিত্রই ভাগ্য খুলে দেয়। ডুবন্ত কেরিয়ারের পালেও হাওয়া লাগে।
অবশ্য নায়ক হওয়ার সব গুণই তাঁর রয়েছে। রূপ, চেহারা, অভিনয় দক্ষতা। কোনও কিছুরই কমতি নেই। অ্যাকশন দৃশ্যেও সাবলীল। কিন্তু বক্স অফিসে শিকে ছেঁড়েনি। প্রায় সব ছবিই ফ্লপ। ভিলেনের চরিত্রই ভাগ্য খুলে দেয়। ডুবন্ত কেরিয়ারের পালেও হাওয়া লাগে।
advertisement
3/8
কেরিয়ারের শুরুটা নায়ক হিসেবেই করেছিলেন। ২০০৩ সাল। মুক্তি পেল ‘জিসম’। একেবারে সুপার ডুপার হিট। বিপাশা বসুর সঙ্গে তাঁর মাখোমাখো কেমিস্ট্রিতে কাত তামাম দর্শককুল। জন তখন নয়া সেনসেশন। তরুণীদের চোখের মণি।
কেরিয়ারের শুরুটা নায়ক হিসেবেই করেছিলেন জন আব্রাহাম। ২০০৩ সাল। মুক্তি পেল ‘জিসম’। একেবারে সুপার ডুপার হিট। বিপাশা বসুর সঙ্গে তাঁর মাখোমাখো কেমিস্ট্রিতে কাত তামাম দর্শককুল। জন তখন নয়া সেনসেশন। তরুণীদের চোখের মণি।
advertisement
4/8
২০০৪-এ এল ‘ধুম’। এই ছবিতে তিনি ভিলেন। কিন্তু নায়কের বাড়া। অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ঈশা দেওলরা তাঁর সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না। সব লাইমলাইট কেড়ে নিলেন জন একাই। ২০০৫ সালে মুক্তি পেল ‘গরম মশালা’। এটাও সুপার হিট। জনের কমিক টাইমিংয়েরও প্রশংসা হল খুব।
২০০৪-এ এল ‘ধুম’। এই ছবিতে তিনি ভিলেন। কিন্তু নায়কের বাড়া। অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ঈশা দেওলরা তাঁর সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না। সব লাইমলাইট কেড়ে নিলেন জন একাই। ২০০৫ সালে মুক্তি পেল ‘গরম মশালা’। এটাও সুপার হিট। জনের কমিক টাইমিংয়েরও প্রশংসা হল খুব।
advertisement
5/8
২০১৮ সালে ‘সত্যমেব জয়তে’-ও সুপারহিট হয়। কিন্তু তারপর থেকেই বেলাইন হতে শুরু করে জনের কেরিয়ার। প্রায় সব সিনেমাই ফ্লপ। ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘বাটলা হাউজ’, ‘পাগলপন্তি’, ‘মুম্বই সাগা’, ‘সত্যমেব জয়তে ২’, ‘অ্যাটাক পার্ট ১’, ‘এক ভিলেনস রিটার্ন’ – সব ছবিই বক্স অফিসে মাথা কুটে মরেছে।
২০১৮ সালে ‘সত্যমেব জয়তে’-ও সুপারহিট হয়। কিন্তু তারপর থেকেই বেলাইন হতে শুরু করে জনের কেরিয়ার। প্রায় সব সিনেমাই ফ্লপ। ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘বাটলা হাউজ’, ‘পাগলপন্তি’, ‘মুম্বই সাগা’, ‘সত্যমেব জয়তে ২’, ‘অ্যাটাক পার্ট ১’, ‘এক ভিলেনস রিটার্ন’ – সব ছবিই বক্স অফিসে মাথা কুটে মরেছে।
advertisement
6/8
প্রায় পাঁচ বছর, জন যা করেছেন তাই ফ্লপ। ২০২৩ সালে এল শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবিতে ফের ভিলেন রূপে অবতীর্ণ হলেন জন। শুধু সুপারহিট নয়, বক্স অফিস কাঁপিয়ে দিল শাহরুখ-জনের যুগলবন্দী। হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করল ‘পাঠান’।
প্রায় পাঁচ বছর, জন যা করেছেন তাই ফ্লপ। ২০২৩ সালে এল শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবিতে ফের ভিলেন রূপে অবতীর্ণ হলেন জন। শুধু সুপারহিট নয়, বক্স অফিস কাঁপিয়ে দিল শাহরুখ-জনের যুগলবন্দী। হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করল ‘পাঠান’।
advertisement
7/8
পরের বছর ‘বেদা’-য় ফের নায়ক জন। ফের ফ্লপ। এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন অভিষেক ব্যানার্জি। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শর্বরী ওয়াঘও। ‘বেদা’ মূলত অ্যাকশন সিনেমা। জন কোনও খামতি রাখেননি। কিন্তু ছবির গল্প পছন্দ হয়নি দর্শকদের।
পরের বছর ‘বেদা’-য় ফের নায়ক জন। ফের ফ্লপ। এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন অভিষেক ব্যানার্জি। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শর্বরী ওয়াঘও। ‘বেদা’ মূলত অ্যাকশন সিনেমা। জন কোনও খামতি রাখেননি। কিন্তু ছবির গল্প পছন্দ হয়নি দর্শকদের।
advertisement
8/8
৬০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল জন আব্রাহামের ‘বেদা’। কিন্তু মুক্তির পর মুখ থুবড়ে পড়ে। লাভ তো দূরের কথা, সিনেমা তৈরির খরচও ওঠেনি। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ২০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘বেদা’। আর বিশ্বব্যাপী মোট সংগ্রহ ২৬.৭১ কোটি টাকা। সোজা কথায়, ফ্লপ।
৬০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল জন আব্রাহামের ‘বেদা’। কিন্তু মুক্তির পর মুখ থুবড়ে পড়ে। লাভ তো দূরের কথা, সিনেমা তৈরির খরচও ওঠেনি। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ২০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘বেদা’। আর বিশ্বব্যাপী মোট সংগ্রহ ২৬.৭১ কোটি টাকা। সোজা কথায়, ফ্লপ।
advertisement
advertisement
advertisement