Abhishek Banerjee- Rujira Banerjee: অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের, হাজিরা এড়ানোর অভিযোগ ইডি-র

Last Updated:

ইডি আদালতে অভিযোগ করেছিল, বার বার তলব করলেও রুজিরা তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না৷

রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের৷
রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের৷
#দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস আদালত৷ বার বার তলব করলেও রুজিরা হাজিরা দিয়ে কয়লা পাচার কাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগ জানিয়ে আদালতে আবেদন করেছিল ইডি৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই পরোয়ানা জারি করেছে আদালত৷
ইডি আদালতে অভিযোগ করেছিল, বার বার তলব করলেও রুজিরা তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না৷ যদিও মামলার পরবর্তী শুনানি ২০ অগাস্ট, ২০২০ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারক৷ কয়েকদিন আগেই তাঁদের কলকাতার ইডি দফতরে তলব করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা৷ তাঁদের আবেদন ছিল, যেহেতু পশ্চিমবঙ্গের মামলায় তদন্ত চলছে, তাই নয়াদিল্লির বদলে কলকাতার অফিসেই তাঁদেরকে তলব করুক ইডি৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷
advertisement
advertisement
এর আগে ইডি-র তলবে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু' বার দিল্লিতে গিয়ে হাজিরা দিয়ে এসেছেন৷ দু' দফায় তাঁকে দীর্ঘ সময় জেরা করেছে ইডি৷ কিন্তু বাড়িতে শিশুসন্তান রয়েছে, এই কারণ দেখিয়ে ইডি-র তলবে সাড়া দেননি রুজিরা৷ তার বদলে কলকাতায় তাঁকে জেরা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি৷
advertisement
কয়লা পাচার কাণ্ডে ২০২০ সালের নভেম্বর মাসে এফআইআর দায়ের করে সিবিআই৷ তারই সূত্র ধরে আর্থিক তছরূপের অভিযোগে তদন্তে নামে ইডি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee- Rujira Banerjee: অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের, হাজিরা এড়ানোর অভিযোগ ইডি-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement