Debjani Mukherjee Scam: অবশেষে জেলের বাইরে সারদা কাণ্ডের সেই দেবযানী! কোথায় গেলেন, 'ছুটি' নিয়ে তুমুল চর্চা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Debjani Mukherjee Scam: সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে।
কলকাতা: সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে মহামান্য আদালত। তবে জামিন পাননি দেবযানী। রবিবার মাত্র ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি গিয়েছেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।
সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে। সারদা চিটফান্ডের তদন্তে গ্রেফতার হয়েছিলেন সংস্থার মালিক সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী। তার পর থেকে চলছে তদন্ত। কোথায় দাঁড়িয়ে তদন্ত, সে নিয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। কিন্তু সুদীপ্ত বা দেবযানী কেউই জামিন পাননি। অবশেষে ১০ বছর পরে বন্দিজীবন থেকে সাময়িক মুক্তি পেলেন দেবযানী।
advertisement
advertisement
বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার তদানীন্তন ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে তাঁর মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবী আদালতে জানান, দেবযানীর মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই প্যারোলে মাকে দেখতে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।
advertisement
সেইমতো CBI এর বিশেষ আদালতে এই আবেদন পাঠানো হয়। সেখান থেকেই মেলে অনুমতি। আদালত তরফে তাঁকে প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ মতো জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়। দেবযানীকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যেতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। ৬ ঘণ্টা বাড়িতে কাটিয়ে ফের বাড়ির পথেই রওনা দেবেন দেবযানী।
advertisement
আজ থেকে ঠিক ১০ বছর আগে সারদা চিটফাণ্ড কাণ্ডের জেরে গোটা রাজ্যে ধুন্ধুমার পড়ে যায়। ঘটনা সামনে আসতেই কলকাতা ছেড়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। শেষমেশ তাদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন দেবযানী। সারদা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলবন্দি দেবযানী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 12:23 PM IST