এ কী কাণ্ড! বদলে গেল দুই মৃতদেহ, বরাতজোরে রক্ষা... শেষ পর্যন্ত যা হল
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
অবশেষে নিমতলা শ্মশানে বৃদ্ধের দেহের হদিশ পায় কলকাতা পুলিশ।
#কলকাতা: ভুল মৃতদেহ দেওয়ার ঘটনায় দুই পুরকর্মীকে শোকজ করল পুরসভা কলকাতা পুরসভার মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র পিস ওয়ার্ল্ড থেকে বদলে যায় দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েচে। খ্রিস্টান বৃদ্ধের দেহ চলে গেল হিন্দু পরিবারের হাতে। কলকাতা পুরসভা পরিচালিত তপসিয়া পিস ওয়ার্ল্ডের ঘটনা। নিমতলা শ্মশানে দাহ করার আগে কোনওরকমে রক্ষা পায় মৃতদেহ।
পি ক্রুপা রাও-এর পরিবারের তরফে তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এর পর তৎপর হয় পুলিশ। এরপর নিমতলা শ্মশান থেকে দেহ ফের সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ তপসিয়ায় পিস ওয়ার্ল্ডের সাব রেজিস্টারের কাছে সম্পূর্ণ ঘটনার তথ্য তলব করেছেন। কী কারণে এমন ঘটনা ঘটল তার জবাব চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি দুই পুরকর্মীকে শোকজ করা হয়েছে এই ঘটনায়। একজন পিস ওয়ার্ল্ডের ডোম ও আরেকজন তার সহায়ক।
advertisement
লালবাজার পুলিশ সূত্রে খবর,গত সপ্তাহে শুক্রবার দুপুরে বাড়িতেই মারা যান পি ক্রুপা রাও। পরিবারের অনেকেই কলকাতার বাইরে থাকেন। তাদের ফেরার জন্য অপেক্ষা করা হয়। পরিবার বৃদ্ধের দেহ পিস ওয়ার্ল্ডে রাখেন। এদিন কবর দেবে বলে দেহ নিতে এসে আর খোঁজ পান না। পুরসভার ঠান্ডা ঘরে বৃদ্ধের দেহই নেই। পুরসভার কর্মীদের সঙ্গে বৃদ্ধের পরিবারের হইচই বেধে যায় । অবশেষে নিমতলা শ্মশানে বৃদ্ধের দেহের হদিশ পায় কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, সাত্যকি ভট্টাচার্যের দেহ বলে খ্রিস্টান বৃদ্ধের দেহ পরিবারের হতে তুলে দেন পিস ওয়ার্ল্ডের পুর কর্মীরা। প্রশ্ন উঠছে পুরসভার কর্মীদের ভুল হলেও সাত্যকি ভট্টাচার্যের পরিবারের লোকজন কীভাবে ওই দেহ চিনতে পারলেন না? কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্তারা ঘটনার বিবরণ চেয়েছেন পিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 10:05 PM IST