ডালমিয়ার শূন্যস্থান পূরণ করা অসম্ভব : লক্ষ্মী
Last Updated:
#কলকাতা: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেট প্রশাসকদের নাম উল্লেখ করতে হলে তাঁর নামটাই সবার আগে আসবে ৷ অতীতে সব কঠিন হার্ডলকে যেভাবে অনায়াসে সামলেছেন ১০ নম্বর আলিপুর রোডের বাসিন্দা তিনি এমন হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যাবেন, তা হয়তো মেনে নেওয়াটা সত্যি কঠিন ৷ জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বাংলা ক্রিকেটের ভবিষ্যতই এখন বড়সড় প্রশ্নের মুখে ৷
সোমবার প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতা উড়ে এসেছিলেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর, ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী থেকে শুরু করে আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনও ৷ ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলা ক্রিকেটার এবং সিএবি কর্মকর্তারাও ৷
জগুদা আর নেই ! এমনটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না বাংলা ক্রিকেট মহল ৷ বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা যেমন বলেছেন, ‘ সেই অনূর্ধ্ব-১৩ খেলার সময় থেকে এত বছর ধরে ওঁকে দেখছি ৷ ডালমিয়াজিকে দেখে একটা পজিটিভ এনার্জি পেতাম ৷ ওঁর চেহারাতেই সবসময় একটা তেজ থাকত ৷ এমনকী, হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি থাকার সময়েও মুখের উজ্জ্বল ভাব কখনও নষ্ট হয়নি তাঁর ৷ এরকম একটা তেজি মানুষ এভাবে চলে যাবেন, সেটা সত্যি শকিং ! গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন, ‘রাজার মতো গিয়েছেন তিনি’৷ বাংলা তথা ভারতীয় ক্রিকেটে ডালমিয়ার অবদান কখনও ভোলা সম্ভব নয় ৷ ওঁর এই জায়গাও কেউ কোনওদিন পূরণ করতে পারবে না ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2015 6:17 PM IST