ডালমিয়ার শূন্যস্থান পূরণ করা অসম্ভব : লক্ষ্মী

Last Updated:
#কলকাতা:  ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেট প্রশাসকদের নাম উল্লেখ করতে হলে তাঁর নামটাই সবার আগে আসবে ৷ অতীতে সব কঠিন হার্ডলকে যেভাবে অনায়াসে সামলেছেন ১০ নম্বর আলিপুর রোডের বাসিন্দা তিনি এমন হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যাবেন, তা হয়তো মেনে নেওয়াটা সত্যি কঠিন ৷ জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বাংলা ক্রিকেটের ভবিষ্যতই এখন বড়সড় প্রশ্নের মুখে ৷
সোমবার প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতা উড়ে এসেছিলেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর, ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী থেকে শুরু করে আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনও ৷ ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলা ক্রিকেটার এবং সিএবি কর্মকর্তারাও ৷
জগুদা আর নেই ! এমনটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না বাংলা ক্রিকেট মহল ৷ বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা যেমন বলেছেন, ‘ সেই অনূর্ধ্ব-১৩ খেলার সময় থেকে এত বছর ধরে ওঁকে দেখছি ৷ ডালমিয়াজিকে দেখে একটা পজিটিভ এনার্জি পেতাম ৷ ওঁর চেহারাতেই সবসময় একটা তেজ থাকত ৷ এমনকী, হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি থাকার সময়েও মুখের উজ্জ্বল ভাব কখনও নষ্ট হয়নি তাঁর ৷ এরকম একটা তেজি মানুষ এভাবে চলে যাবেন, সেটা সত্যি শকিং ! গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন, ‘রাজার মতো গিয়েছেন তিনি’৷ বাংলা তথা ভারতীয় ক্রিকেটে ডালমিয়ার অবদান কখনও ভোলা সম্ভব নয় ৷ ওঁর এই জায়গাও কেউ কোনওদিন পূরণ করতে পারবে না ৷’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডালমিয়ার শূন্যস্থান পূরণ করা অসম্ভব : লক্ষ্মী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement