Cyclone Sitrang Updates: মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় মোকাবিলায় নির্দেশ নবান্নের

Last Updated:

Cyclone Sitrang Updates: শুক্রবার মুখ্যসচিব রাজ্যের ২০টি দফতরের সচিবদের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সাইক্লোন পরিস্থিতির মোকাবিলা নিয়ে।

#কলকাতা: সাইক্লোন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন রাজ্যের ২০টি দফতরের সচিব এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকরাও। কালীপুজোতেই আছড়ে পড়তে পারে এই সাইক্লোন তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আর সেই পরিস্থিতিকে মাথায় রেখেই আগাম পদক্ষেপ নিল নবান্ন। আপাতত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হল। যদিও শেষতম আপডেট অনুযায়ী এই ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়ছে না। এর অভিমুখ বাংলাদেশের দিকে।
আগামী ২৩ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে এদিন মুখ্য সচিব নির্দেশ দেন দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। বিশেষত পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিশেষভাবে নির্দেশ দেন যাতে মৎস্যজীবীদের এই বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি কালীপুজোর সঙ্গে যুক্ত পুজো কমিটিগুলিকে নির্দেশ দিতে হবে যাতে প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্ত করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন মুখ্যসচিব। ওই সময় ঝড়ের পূর্বাভাস রয়েছে সেই পরিস্থিতিকে মাথায় রেখেই প্যান্ডেল নির্মাণ করতে হবে বলেই এই দিনের বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক হতে বলেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
পাশাপাশি সাইক্লোন মোকাবিলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মর্মেও নির্দেশ দেওয়া হয় এদিনের বৈঠকে। এর পাশাপাশি আগামী ২৪ ও ২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কথা মাথায় রেখে বিশেষভাবে সতর্ক করা হয় এদিনের বৈঠকে।
advertisement
পাশাপাশি অমাবস্যার কথা মাথায় রেখে যাতে কালীপুজোর বিসর্জন নিয়ে ঘাটগুলিতে বিশেষ নজরদারি করা হয় সে বিষয়ে এদিন বিশেষ নির্দেশ দেওয়া হয় বৈঠকে। ওই সময় বান আসারও আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই ২৩ অক্টোবর থেকে সাইক্লোন পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। যাঁরা যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কালী পুজোর বিসর্জন কবে কবে হবে, সে বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার এস পি,ডি আই জি, আই জি অফিসারদের।
advertisement
জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে আট জনের মৃত্যুর পর এবার বিসর্জন নিয়ে বিশেষভাবে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চায় নবান্ন। আর তাই কালীপূজার বিসর্জনকে কেন্দ্র করেও বিশেষ সতর্ক নবান্ন। কালীপূজার পাশাপাশি ছট পুজোয় যাতে ঘাটগুলিতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়েও এদিন দফতরের সচিবদের বিশেষ নির্দেশ দেন মুখ্যসচিব, এমনই খবর নবান্ন সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Sitrang Updates: মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় মোকাবিলায় নির্দেশ নবান্নের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement