Cyclone Gulab | Bangla news: আছড়ে পড়বে সাইক্লোন 'গুলাব'! দুর্যোগ সামলাতে কতটা প্রস্তুত রাজ্য, নবান্নে জরুরি বৈঠক

Last Updated:

Cyclone Gulab | Bangla news: ঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ (Depression)। আগামী ১২ ঘণ্টার মধ্যেই সেটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় 'গুলাব'-এ পরিণত হবে।

আছড়ে পড়বে সাইক্লোন 'গুলাব'! দুর্যোগ সামলাতে কতটা প্রস্তুত রাজ্য, নবান্নে জরুরি বৈঠক
আছড়ে পড়বে সাইক্লোন 'গুলাব'! দুর্যোগ সামলাতে কতটা প্রস্তুত রাজ্য, নবান্নে জরুরি বৈঠক
#কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ (Depression)। আগামী ১২ ঘণ্টার মধ্যেই সেটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় 'গুলাব'-এ (Cyclone Gulab) পরিণত হবে। তার পিছনেই রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। কার্যত রাজ্যের কপালে জোড়া নিম্নচাপের আশঙ্কা। রবিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের (Bangla news) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেই দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে নবান্ন। দিল্লি যাওয়ার আগেই শনিবার বিকেলে দক্ষিণ বঙ্গের জেলাগুলি জেলাশাসক ও পুলিশ সুপারদের জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব কৃষ্ণ দ্বিবেদী। নবান্ন (Nabanna) সূত্রে এমনই খবর।
মূলত জোড়া নিম্নচাপের আগেই জেলাগুলির তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হবে। পূর্ব, পশ্চিম মেদিনীপুরের একাধিক অংশ এখনও জলমগ্ন এবং কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু এলাকায়। সেই জায়গাগুলিতে এখন কী ব্যবস্থা নেওয়া হয়েছে, নদী বাঁধগুলির কী অবস্থা, কতজন বাসিন্দাদের উদ্ধার করতে হবে বিস্তারিত বিষয় নিয়েই শনিবারের বৈঠকে আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
শুধু তাই নয়। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য নবান্নের তরফেও বেশ কিছু প্রয়োজনীয় পরামর্শ জেলাগুলিতে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কলকাতাতেও (Kolkata) এনডিআরএফ টিম ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সূত্রের খবর, কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও মোতায়েন করা হতে পারে এনডিআরএফ এর বিশেষ দল। সেই বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা।
advertisement
advertisement
মূলত রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পূর্ব,পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টি হবে কলকাতাতেও। আবহাওয়া দফতর ইতিমধ্যেই কলকাতা জুড়ে কমলা সর্তকতা জারি করেছে আগামী ২৮ ও ২৯ তারিখে।
advertisement
এ দিনের বৈঠকে কলকাতা পুরসভার কমিশনের কেও থাকতে বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনারও থাকবেন এই দিনের বৈঠকে। নবান্ন সূত্রে এমনই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে দুর্যোগ মোকাবিলার জন্য। সব মিলিয়ে শনিবারের বৈঠক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Gulab | Bangla news: আছড়ে পড়বে সাইক্লোন 'গুলাব'! দুর্যোগ সামলাতে কতটা প্রস্তুত রাজ্য, নবান্নে জরুরি বৈঠক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement