School Open: পাঠশালা আবার খুলবে, জোরকদমে স্কুলড্রেস কেনার হিড়িক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কেমন স্কুল খোলার আগের দিনের ছবি? বাজারে হিড়িক৷ গড়িয়াহাটে স্কুল ড্রেস কেনার ভিড়৷ আগাম প্রস্তুতি৷ দীর্ঘ অবসরের পর ময়দানে নামবে সেনানীরা৷ ভিড় তো হবেই৷
#কলকাতা: সুদিন কাছে এসো, ভালবাসি একসাথে এ সব কিছুই...
সুদিন ফিরছে আবার৷ আন্তর্জালিক ব্যবস্থা পার করে আবারও স্কুলমুখো হচ্ছে পড়ুয়ারা৷ আবারও ফিরছে সেই দু বছর আগের দিনে৷ হ্যাঁ৷ পাঠশালা খুলছে (School Opening)৷ পাঠশালা আবার খুলছে (School Opening)৷ পন্ডিতমশাইরা অপেক্ষা করেছিলেন যেদিনটার, সেই দিন এল অবশেষে৷ আবার শুরু হবে তাড়াহুড়ো৷ মুখে ব্রাশ নিয়ে দৌড়বে বাচ্চাগুলো৷ পিছনে পিছনে মায়েরা৷ তারে জমিন পর-এর জমে রহো গানের দৃশ্যের মতোই হয়ে উঠবে প্রত্যেকটা বাড়িঘর৷ আগে টিফিনের অমলেট নাকি আগে ফ্যানভাত, ডিম আলু-সেদ্ধ? সেটাই এখন মায়েদের চিন্তার৷
advertisement
advertisement
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছেন, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের ক্লাস আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৪ তারিখ থেকে যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে৷
advertisement
কেমন স্কুল খোলার আগের দিনের ছবি? বাজারে হিড়িক৷ গড়িয়াহাটে স্কুল ড্রেস কেনার ভিড়৷ আগাম প্রস্তুতি৷ দীর্ঘ অবসরের পর ময়দানে নামবে সেনানীরা৷ ভিড় তো হবেই৷ নীল সাদা স্কার্ট, কিংবা নেভি ব্লু প্যান্ট অথবা সাদা কেডস৷ কিছু না কিছু প্রয়োজন কারও না কারও রয়েইছে৷
advertisement
স্কুল খুলছে সরস্বতী পুজো এবারর আগেই৷ গন্ডীবদ্ধ বিদ্যালয় জীবনে এই একটাই তো বসন্ত৷ অকাল বসন্ত নয়৷ রীতিমতো বসন্তের সময়েই বসন্ত৷ তাই কচিকাঁচাদের মনে আনন্দও আলাদা৷ সেই আনন্দকে খানিকটা উসকে দিয়েছে শীত কমে যাওয়ার ব্যাপারটাও৷ বাসন্তী শাড়ি বা হলুদ পাঞ্জাবী পরে এ স্কুল ওস্কুল, কিংবা চিঠি বিলি, সবই তো হবে প্রাণ ভরে৷ সারা গায়ে রং মেখে আলপনা দেওয়া- এসবও আছে!
advertisement
গড়িয়াহাটের ভিড়ই বলে দিচ্ছে, উৎসাহ কোথাও কম নয়৷ এ কদিন বাচ্চাদের সামলাতে খানিকটা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন মায়েরা৷ বইয়ের সামনে মুখ গোঁজাতে হিমশিম খাচ্ছিলেন৷ এবার সেদিক থেকে মায়েদেরও স্বস্তি!
হাসি বিক্রেতাদের মুখেও৷ এতদিন পর লক্ষ্মীর দেখা! সরস্বতী পুজোর আগে! তা কী আর মুখের কথা!
স্কুলে লাগাতার ভিড় নেই, হল্লাহাটি নেই, প্রেয়ার লাইন নেই, হোম ওয়ার্ক নেই, এমনকী ক্লাস বাঙ্ক- সেটাও নেই৷ এবার থাকবে (School Opening)৷ মেলা বসবে লাল নীল সবুজের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 7:04 PM IST