Mamata Banerjee: তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার

Last Updated:

ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক (Mamata Banerjee)৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: বঙ্গ বিজেপি-তে আবারও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তাঁর দাবি, আরও সাত থেকে আটজন বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন৷ তাঁদেরকে দলে নিতে তাঁর যে আপত্তি নেই, এ দিন তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ ফলে ওই বিজেপি বিধায়কদের তৃণমূলে (TMC) যোগ দেওয়া এবার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এ দিন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, 'এখানে আসতে আসতেই শুনলাম, আরও সাত আটজন বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চান৷ তাঁরা উন্নয়নে সামিল হতে চান৷ তাঁদের সবাইকে স্বাগত৷'
advertisement
advertisement
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে একের পর এক বিধায়ক এবং নেতা তৃণমূলের ফিরতে শুরু করেন৷ এঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ছিল মুকুল রায়৷ এ ছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো শাসক দল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতারাও তৃণমূলে ফিরে এসেছেন৷ শিবির বদল করেছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷
advertisement
বিধায়কদের ধরে রাখতে মরিয়া বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেছেন৷ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে কি না, তা নিয়ে খুব শিগগিরই রায় দেবেন বিধানসভার অধ্যক্ষ৷ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে৷
advertisement
বিজেপি শিবিরের আশা ছিল, দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলে হয়তো বাকিদের ধরে রাখা যাবে৷ কিন্তু এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর স্পষ্ট, বিজেপি-র অন্দরে ভাঙন অব্যাহত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement