Mamata Banerjee: তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার

Last Updated:

ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক (Mamata Banerjee)৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: বঙ্গ বিজেপি-তে আবারও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তাঁর দাবি, আরও সাত থেকে আটজন বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন৷ তাঁদেরকে দলে নিতে তাঁর যে আপত্তি নেই, এ দিন তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ ফলে ওই বিজেপি বিধায়কদের তৃণমূলে (TMC) যোগ দেওয়া এবার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এ দিন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, 'এখানে আসতে আসতেই শুনলাম, আরও সাত আটজন বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চান৷ তাঁরা উন্নয়নে সামিল হতে চান৷ তাঁদের সবাইকে স্বাগত৷'
advertisement
advertisement
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে একের পর এক বিধায়ক এবং নেতা তৃণমূলের ফিরতে শুরু করেন৷ এঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ছিল মুকুল রায়৷ এ ছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো শাসক দল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতারাও তৃণমূলে ফিরে এসেছেন৷ শিবির বদল করেছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷
advertisement
বিধায়কদের ধরে রাখতে মরিয়া বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেছেন৷ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে কি না, তা নিয়ে খুব শিগগিরই রায় দেবেন বিধানসভার অধ্যক্ষ৷ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে৷
advertisement
বিজেপি শিবিরের আশা ছিল, দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলে হয়তো বাকিদের ধরে রাখা যাবে৷ কিন্তু এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর স্পষ্ট, বিজেপি-র অন্দরে ভাঙন অব্যাহত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement