TMC Organizational Election: তৃণমূলের ভোট দেখতে বাম- কংগ্রেস নেতাদের আমন্ত্রণ, ব্রাত্য বিজেপি

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সৌজন্য দেখিয়েই অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (TMC Organizational Election)৷

তৃণমূলের নির্বাচনে বাম নেতাদের আমন্ত্রণ৷
তৃণমূলের নির্বাচনে বাম নেতাদের আমন্ত্রণ৷
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন জানান, দলের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ পাশাপাশি দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা, মেঘালয়,গোয়ার দলীয় নেতৃত্বদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে৷ এর পাশাপাশি বিধায়ক, সাংসদ, জেলার কোর কমিটির সদস্যরা থাকবেন৷ থাকবেন তৃণমূলের রাজ্য কমিটির পদাধিকারী, প্রাক্তন সাংসদরাও৷
আরও পড়ুন: বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা
advertisement
advertisement
পার্থবাবু জানিয়েছেন, সৌজন্য দেখিয়েই অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ পার্থবাবু জানিয়েছেন সিপিএম নেতা বিমান বসু, সুখেন্দু পানিগ্রাহি, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানীদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি৷ সিপিআইএম (এল)-এর দীপঙ্কর ভট্টাচার্য বিহারে রয়েছেন৷ ফলে তিনি উপস্থিত থাকতে পারবেন না৷
advertisement
এসইউসিআই-এর চণ্ডী ভট্টাচার্যও অন্য কাজে ব্যস্ত রয়েছেন৷ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তবে সংসদ চলায় তিনিও দিল্লিতে রয়েছেন৷ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানিয়েছেন, বাম- কংগ্রেস নেতাদের আমন্ত্রণ জানানো হলেও বিজেপি-র কোনও নেতাকেই ডাকা হয়নি৷
advertisement
মঙ্গলবার সকাল ১১টা থেকে তৃণমূলের সাংগঠনিক ভোটের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে৷ বিকেল চারটে নাগাদ হবে ফল ঘোষণা৷ সবমিলিয়ে প্রায় ১৫০০ পর্যবেক্ষক থাকছেন ভোটে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Organizational Election: তৃণমূলের ভোট দেখতে বাম- কংগ্রেস নেতাদের আমন্ত্রণ, ব্রাত্য বিজেপি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement