Madan Mitra: 'কালারফুল ছেলে'তে মজল নেতাজি ইন্ডোর, দলের মিটিংয়ে আলো কেড়ে নিলেন মদন মিত্র!
- Published by:Raima Chakraborty
Last Updated:
এমন কী, তাঁকে নিয়ে জোড়া বায়োপিক হচ্ছে৷ মদন মিত্র (Madan Mitra) কতটা রঙিন, তা নতুন করে বলা মানে শব্দের অপচয়৷
#কলকাতা: ফেসবুকে তাঁর জনপ্রিয়তা বড় বড় তারকার ঈর্ষার কারণ হতে পারে৷ এমন কী, তাঁকে নিয়ে জোড়া বায়োপিক হচ্ছে৷ মদন মিত্র (Madan Mitra) কতটা রঙিন, তা নতুন করে বলা মানে শব্দের অপচয়৷ মদন মিত্রের রংয়ের ছ'টা এতটাই, যে তা মুখ্যমন্ত্রীরও নজর এড়ায়নি (Madan Mitra)৷ ভবানীপুরে বিধানসভা ভোটে চেতলার কর্মিসভায় হাল্কা মেজাজেই মদনকে 'কালারফুল ছেলে' বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কামারহাটির বিধায়কের উদ্দেশে মমতার পরামর্শ ছিল, 'বেশি সাজুগুজু করো না৷'
তারকা বিধায়ক-সাংসদ আছেন দলে। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে ডেলিগেটদের আসনে তারকা হয়ে থাকলেন একজন। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) ঘিরে যে উচ্ছ্বাস দেখা গেল তা নিয়ে দিনভর চর্চা থাকল। এর আগেও মদন মিত্রকে 'কালারফুল' আখ্যা দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। এদিন অবশ্য কালারফুল পোশাকে নয়। ছিমছাম পোশাকেই ছিলেন মদন মিত্র। সাদা পাজামা-পাঞ্জাবি তার ওপরে কালো কোট পড়েই হাজির হলেন তিনি নেতাজী ইন্ডোরে। তবে পছন্দের রোদ চশমা ছিল তার সব সময়ের সঙ্গী।
advertisement
আরও পড়ুন: 'বাজেটে হিরের দাম কমেছে, ডাল-ভাতের কথা ভাবেনি বিজেপি', তোপ তৃণমূল চেয়ারপার্সন মমতার
মমতা অবশ্য পরে বলেছিলেন, 'মদন একটু কালারফুল ছেলে৷ মাঝেমধ্যে একটু বেশিই কালারফুল হয়ে যায়৷ বেশি কালারফুল হলে আবার প্রবলেম হয়ে যায়৷' মুখ্যমন্ত্রী যখন এ কথা বলেছিলেন তখন দর্শকাসন থেকে তৃণমূল কর্মীদের একাংশ মদন মিত্রের গাওয়া গান ও লাভলির কথা বলতে থাকেন৷ মুখ্যমন্ত্রীর কানে তাও পৌঁছয়৷ মমতা মুচকি হেসে বলেছিলেন, 'আমি সবই জানি৷' প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পর দলেরই একটি বৈঠকে ফেসবুক লাইভ নিয়ে মদনকে একবার সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এ দিন অবশ্য মদনের রঙিন ভাবমূর্তিরই প্রশংসা করেছেন সকলেই৷ দলনেত্রীর পরামর্শ মেনে মদন 'কালার কন্ট্রোল' করেন কি না, সেটাই এখন দেখার৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার
তবে মদন মিত্র এদিন বলেছেন, আমাদের দলের একটাই চেয়ার আর একটাই পার্সন। তবে তারকাদের মাঝে এদিন তারকা হয়ে ছিলেন মদন। সভা শেষে একাধিক অনুরোধ ছিল, মদন মিত্রের কাছে একটা গান শোনানোর। এদিন অবশ্য দলের স্লোগান শুনিয়ে গেলেন মদন মিত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 6:08 PM IST