Crime News: ভোর রাতে 'বন্ধুকে' বাড়ি থেকে ডেকে নিয়ে কোপ! চলল গুলিও! রক্তারক্তি কাণ্ড শিয়ালদহতে
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: ভোররাতে শহরে ছুরি দিয়ে হামলার অভিযোগ, আহত এক। ভোর ৩ টে ১৫ নাগাদ শিয়ালদা লাগোয়া কাইজার স্ট্রিটে ৪ জন মিলে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে। আহত ব্যক্তির নাম ইমরান।
কলকাতাঃ ভোররাতে শহরে ছুরি দিয়ে হামলার অভিযোগ, আহত এক। ভোর ৩ টে ১৫ নাগাদ শিয়ালদা লাগোয়া কাইজার স্ট্রিটে ৪ জন মিলে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে। আহত ব্যক্তির নাম ইমরান। প্রথমে NRS, তারপর এসএসকেএম এ ভর্তি করা হয়। পুরোনো শত্রুতা থেকেই হামলা বলে মনে করছে পুলিশ। তবে, এখনও কেউ গ্রেফতার নয়।
আরও পড়ুনঃ কলকাতার মুকুটে নয়া পালক! বিশ্বের মধ্যে তিন-তিনটি শিরোপা বাংলার! ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর
আহতের পরিবারের দাবি, ইমরানের উদ্দ্যশে গুলি চালানো হচ্ছে। তাঁদের কথায়, বা হাতে দুটো আঙুলের মাঝে গুলি লেগেছে ইমরানের। সূত্রের দাবি, ইমরানের এক বন্ধু তাঁকে রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, যাকে মূল অভিযুক্ত দুমাস আগে তোলা চেয়ে হুমকি দিয়েছিল ইমরানকে। তারপর জেলে ছিল বেশ কিছুদিন, সম্প্রতি ছাড়া পেয়েই এই ঘটনা ঘটায়।
advertisement
advertisement
আব্দুল আবিদ ওরফে ইমরান-কে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি কোনও নার্সিং হোমে বদল করা প্রস্তুতি নিচ্ছে পরিবার। মূল অভিযুক্ত প্রোমোটিং-এর সঙ্গে সঙ্গে ইমরান সঙ্গে কাপড়ের ব্যবসাও করতো। পরিবারের সকলে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 29, 2024 1:17 PM IST










