CPIM-TMC: অবাক কাণ্ড! বেহাল রাস্তা সংস্কারের দাবিতে CPIM-এর বিক্ষোভ, পাশেই তৃণমূলের রাস্তা উদ্বোধন
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
CPIM-TMC: মহেশতলা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড-সহ একাধিক ওয়ার্ডের নিকাশী নালার বেহাল অবস্থার কারণে বিভিন্ন রাস্তার বেহাল দশা। বিভিন্ন জায়গায় জমে রয়েছে নোংরাজল চরম দুর্ভোগে বাসিন্দারা।
কলকাতাঃ মহেশতলা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড-সহ একাধিক ওয়ার্ডের নিকাশী নালার বেহাল অবস্থার কারণে বিভিন্ন রাস্তার বেহাল দশা। বিভিন্ন জায়গায় জমে রয়েছে নোংরাজল চরম দুর্ভোগে বাসিন্দারা। মানুষের দুর্ভোগের কথা ভেবে গোপালপুর ১২ নম্বর ওয়ার্ডের যতীন নস্করের মোড়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান ও বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী- সমর্থকদের।
আরও পড়ুনঃ রবিবার সাতসকালেই দুঃসংবাদ! অটোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, আহত দুজন
অবস্থান বিক্ষোভ চলার সময় কিছুটা দূরেই ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল গৌরী লস্কর ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা জেসিবি নিয়ে রাস্তা খুঁড়ে ও নারকেল ফাটিয়ে রাস্তা সংস্কারের উদ্বোধন করেন। পাশাপাশি সিপিআইএমকে কটাক্ষ করলেন তৃণমূল কাউন্সিলর ।
advertisement
আরও পড়ুনঃ তেল নিয়ে পেট্রোল পাম্পের কর্মচারীকে চাপা দিয়ে পালালো মালবাহী গাড়ি
পাল্টা তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা প্রভাত চৌধুরী বলেন ‘এই রাস্তা দুটো সংস্কার করতে হবে মেরামতি নয়। রাস্তা সম্পূর্ণ করতে হবে। নাটক করা লোক দেখানো কাজ করা। যদি ৬ মাস আগে রাস্তার কাজটা করতো তাহলে আমাদের রাস্তায় মাইক খাটিয়ে মিটিং করতে হত না।’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 4:25 PM IST