Accident: রবিবার সাতসকালেই দুঃসংবাদ! অটোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, আহত দুজন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Accident: রবিবার সকালেই ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া হোসেন গোলির বাসিন্দা প্রৌঢ়ের সিএমওএইচ অফিসের বিপরীতে অটো স্ট্যান্ডের কাছে একটি জেরক্সের দোকান আছে।
চুঁচুড়া: রবিবার সকালেই ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া হোসেন গোলির বাসিন্দা প্রৌঢ়ের সিএমওএইচ অফিসের বিপরীতে অটো স্ট্যান্ডের কাছে একটি জেরক্সের দোকান আছে। রবিবার দুপুরে সাইকেল নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। চুঁচুড়া ব্যান্ডেল রুটের একটি অটো সেই সময় যাত্রী নিয়ে ব্যান্ডেলের দিক থেকে অটো স্ট্যান্ডে ফিরছিল। বড় বাজারে হঠাৎ সাইকেল নিয়ে প্রৌঢ় অটোর সামনে চলে আসায়। নিয়ন্ত্রণ হারিয়ে অটো সাইকেলকে ধাক্কা মেরে উল্টে যায়।
আরও পড়ুনঃ তেল নিয়ে পেট্রোল পাম্পের কর্মচারীকে চাপা দিয়ে পালালো মালবাহী গাড়ি
রাস্তায় পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে প্রৌঢ়ের, আহত হন অটো চালক ও একজন যাত্রী। তিনজনকেই উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় পার্থসারথি ঘোষের। অটোচালক ও ঝাড়খন্ডের বাসিন্দা আহত যাত্রী সন্দীপ কুমার গুপ্তা চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হাসপাতালে পৌঁছান। তিনি জানান, মৃত প্রৌঢ় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর স্ত্রী মিঠুও তৃণমূলের কর্মী। খুবই দুঃখজনক ঘটনা। খবর পেয়ে এলাকার তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তার পরিচিত আত্মীয়-স্বজন সকলে হাসপাতালে উপস্থিত হন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রবিবার সাতসকালেই দুঃসংবাদ! অটোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, আহত দুজন