SFI| Social Media|| সোশ্যাল মিডিয়ার প্রচারে ধার দিতে চায় সিপিআইএম, চলছে প্রশিক্ষণের চিন্তাভাবনা

Last Updated:

CPIM SFI organise social media training: নতুন প্রজন্মের সিংহভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। আর এটাকেই প্রচারে কাজে লাগাতে চায় সিপিএম। নির্বাচন-সহ বেশকিছু কর্মসূচিতে এটা ব্যবহার করা হয়ে থাকলেও সেই ধার আরও বাড়ানোর চেষ্টা করছে দল।

#কলকাতা: নতুন প্রজন্মের সিংহভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। আর এটাকেই প্রচারে কাজে লাগাতে চায় সিপিএম। নির্বাচন-সহ বেশকিছু কর্মসূচিতে এটা ব্যবহার করা হয়ে থাকলেও সেই ধার আরও বাড়ানোর চেষ্টা করছে দল। আর তাই সামাজিক মাধ্যমে দলের ছাত্র-যুবদের আরও বেশি বেশি করে অন্তর্ভুক্ত করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে প্রযুক্তিগত ভাবে কর্মীদের আরও উন্নত করাই লক্ষ্য। ১ জুন গড়িয়া যাদবপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পাটুলিতে একটি কনভেনশনের আয়োজন করা হয় এসএফআইয়ের পক্ষ থেকে। এই কনভেনশন উদ্বোধন করেন এসএফআইয়ের রাজ্য সহ-সম্পাদক শুভজিৎ সরকার, উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব অভিনন্দন দত্তগুপ্ত এবং রামিজ রাজা।
advertisement
শুভজিৎ সরকার বলেন, "আগামী দিনে সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব সহকারে দেখে সংগঠন এবং মতাদর্শের কথা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই মাধ্যমকে দেখতে হবে। এই লোকাল কমিটির উদ্যোগকে স্বাগত, আশা করি রাজ্যের সর্বত্র আমাদের কর্মীরা এই ধরনের প্রয়াসে উজ্জীবিত হবে।" অভিনন্দন দত্তগুপ্ত বলেন, "এখন বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানেন। ব্যবহার করেন। বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এই মাধ্যমের সাহায্যে যোগাযোগ স্থাপনে স্বচ্ছন্দ বোধ করে। আমরা দেখেছিলাম করোনা পরিস্থিতিতে কীভাবে এই মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়া যায়। পরিষেবা, তথ্য পৌঁছে দিয়ে এভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম। তাই এ বার এই মাধ্যমকে ব্যবহার করে আমাদের কথা আমরা মানুষের মধ্যে পৌঁছে দেবো। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহৃত হয়। পাশাপাশি ইনস্টাগ্রাম, টুইটার-সহ বাকি মাধ্যমগুলোকেও সমান ভাবে ব্যবহার করতে হবে। যাতে প্রচারে কোনও অংশের মানুষ বাদ না পড়ে।"
advertisement
আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকুন, সতর্কতা...
সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী করার জন্য বারবারই আলোচনা হয়েছে দলে। দলের কর্মী সমর্থকেরা তা ব্যবহারও করেছে নির্বাচন, প্রচার ও পালটা প্রচারের ক্ষেত্রে। সেটাকেই আরও বৃহৎ আকারে করতে চায় আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের এক নেতার কথায়, "অন্যান্য রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক ব্যাপক ভাবে। এই জন্য পেশাদারী সংস্থার সাহায্য নেওয়া হয়। এর জন্য অনেক টাকা খরচ হয়। আমরা সেটা রাস্তায় হাঁটব না। আমাদের ছেলেমেয়েরাও দক্ষতার সাথে এই কাজটা করে চলেছে। ওদেরি যদি একটু ট্রেনিং দিয়ে দেওয়া হয় অনেকের থেকে ওরা ভাল করবে সে কথা গ্যারান্টি দিয়ে বলা যায়। ওদের মধ্যে অনেক সৃজনশীল, পরিশ্রমী, দক্ষ ছেলেমেয়ে আছে। যারা বাকিদের শিখিয়ে দেবে।"
advertisement
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SFI| Social Media|| সোশ্যাল মিডিয়ার প্রচারে ধার দিতে চায় সিপিআইএম, চলছে প্রশিক্ষণের চিন্তাভাবনা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement