হোম /খবর /কলকাতা /
সিবিআইকে তীব্র ভর্ৎসনা, ‘আর কত দিন সময় লাগবে?’, পার্থ মামলায় ক্ষুব্ধ আদালত

Court To CBI: সিবিআইকে তীব্র ভর্ৎসনা, ‘আর কত দিন সময় লাগবে?’, পার্থ মামলা তদন্ত নিয়ে ক্ষুব্ধ আদালত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Court To CBI: সিবিআই-এর ভূমিকায় স্পষ্টত বিক্ষুব্ধ যে আদালত, এ দিন সে কথা স্পষ্টই বোঝা যায়৷

  • Share this:

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, অনেকদিন৷ কিন্তু তদন্তের গতিপ্রকৃতি যে দিকে তা নিয়ে মোটেই খুশি নয় আদালত৷ আর সেই কারণেই ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তিনি সরাসরি সিবিআই আইনজীবীদের প্রশ্ন করলেন, ‘‘আর কতদিন সময় লাগবে?’’

সিবিআই-এর ভূমিকায় স্পষ্টত বিক্ষুব্ধ যে আদালত, এ দিন সে কথা স্পষ্টই বোঝা যায়৷ বিচারক সিবিআইয়ের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘‘যাঁরা অভিযুক্ত, তাঁদেরও তো কিছু অধিকার আছে৷ অনির্দিষ্ট কাল ধরে তো তদন্ত চলতে পারে না৷ আর কতদিন সময় লাগবে৷’’ পাশাপাশি আদালতের প্রশ্ন, ‘‘আপনারা চার্জশিটে লিখেছেন যে বাকি অভিযুক্ত ও প্রার্থীদের ভূমিকা খতিয়ে দেখা দরকার৷ সেটা কই? তারা কোথায়? আমি তো এখানে গত ৭ ডিসেম্বর জয়েন করেছি৷ আজ ১৬ ফেব্রুয়ারি৷ অনেকদিন হয়েছে৷ আমি জানি এটা একটা বড় কাজ, কিন্তু এমন তো করা চলে না৷’’

আরও পড়ুন: হঠাৎ সামনে চলে এলেন মহিলা, গাড়ি থামিয়ে দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ মেদিনীপুরে

পার্থ মামলায় আদালত এদিন বলেন, এই মামলায় প্রায় ৩৫০ জন জড়িয়ে আছেন৷ কিন্তু এদের কারওর জন্য ১৬৪ ধারা (জবানবন্দী নেওয়া) আবেদন করেছেন কী? কোনও ব্যাঙ্কের তরফ থেকে কোনও স্টেটমেন্ট নিয়েছেন?’’৷ আদালত স্পষ্ট বলে, অন্তত একটি ১৬৪ করানো দরকার ছিল৷ জবাবে তদন্তকারী অফিসারদের আইনজীবী বলেন, ‘‘আমরা বিস্তারিত তদন্ত করছি৷ অল্প সময় চাইছি, এখনও ব্যাঙ্কের তথ্য নেওয়া দরকার৷’’

অমিত সরকার

Published by:Uddalak B
First published:

Tags: Court