করোনা রুখতে এবার বন্ধ জাদুঘরও, বিপদ এড়াতে চূড়ান্ত সতর্কতা রাজ্য জুড়েই

Last Updated:

সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ১৫ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য জাদবন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#কলকাতাঃ আগেই বন্ধ হয়েছে সমস্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়৷ এবার কেন্দ্রের করোনা নির্দেশিকা মেনেই বন্দ হল ভারতীয় যাদুঘরের দরজাও। মিউজিয়ামের পাশাপাশি সায়েস ন্সিটি এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়ামও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ১৫ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য জাদবন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক দিনেই করোনা পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠেছে এই দেশে৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের৷ আক্রান্ত অন্তত ৮৩৷ পরিস্থিতি মোকাবিলায় নেমে স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি জানিয়েছে, কোনও রকম জমায়েতে না যেতে৷ নির্দেশিকা সামনে আসতেই বন্ধ হয়েছে বহু রাজ্যের স্কুল কলেজ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিবৃতি দিয়ে এদিন বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত স্কুল কলেজও৷ এই জেরে পিছিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষাও৷ জমায়েত রুখতেই এবার তাই দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করছে জাদুঘর কর্তৃপক্ষ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনা রুখতে এবার বন্ধ জাদুঘরও, বিপদ এড়াতে চূড়ান্ত সতর্কতা রাজ্য জুড়েই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement