Coromandel Express: আর চিন্তা নেই, অবশেষে হাওড়ায় ফিরছে করমন্ডল ও ধৌলি এক্সপ্রেস! মুখে হাসি হাজার-হাজার যাত্রীর
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Suman Biswas
Last Updated:
Coromandel Express: রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন যাত্রীদের কাছে আরও সহজলভ্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনার যাত্রীদের শালিমারে যেতে সমস্যা হত৷
কলকাতা: শালিমারের বদলে হাওড়া স্টেশন থেকে যাতায়াত করবে করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস ৷ আগামী ২৫ অগস্ট থেকে এই নতুন ব্যবস্থা শুরু হতে চলেছে ৷ আগে হাওড়া স্টেশন থেকেই ছাড়ত এই দুটি ট্রেন ৷ ১২৮৪১/১২৮৪২ করমন্ডল এক্সপ্রেস যা শালিমার–চেন্নাই ও ১২৮২১/১২৮২২ ধৌলি এক্সপ্রেস যা শালিমার–পুরী এখন পর্যন্ত এই ট্রেন দুটি শালিমার স্টেশন থেকে চলাচল করত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রা শুরু ও শেষ হবে হাওড়া স্টেশন থেকে।
রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন যাত্রীদের কাছে আরও সহজলভ্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনার যাত্রীদের শালিমারে যেতে সমস্যা হত৷ সময় পৌঁছতে না পারার জন্য ট্রেন মিস করার ঘটনাও ঘটেছে ৷ এমতাবস্থায় ফের হাওড়া স্টেশন থেকেই এই দুটি ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হল৷
advertisement
advertisement
করমণ্ডল এক্সপ্রেসআপ (হাওড়া → চেন্নাই): আগের সময়: শালিমার থেকে দুপুর ৩’টে ১৫ মিনিট নতুন সময়: হাওড়া থেকে দুপুর ৩’টে ১০ মিনিট ডাউন (চেন্নাই → হাওড়া): আগের সময়: শালিমারে সকাল ১১’টা ৫ মিনিট নতুন সময়: হাওড়ায় সকাল ১১’টাধৌলি এক্সপ্রেসআপ (হাওড়া → পুরী): আগের সময়: শালিমার থেকে সকাল ৯’টা ১৫ মিনিট নতুন সময়: হাওড়া থেকে সকাল ৯’টা ১০ মিনিট ডাউন (পুরী → হাওড়া): আগের সময়: শালিমারে সন্ধ্যা ৭’টা ২৫ মিনিট নতুন সময়: হাওড়ায় সন্ধ্যা ৭’টা ৩০ মিনিটহাওড়া স্টেশনের ওপর থেকে চাপ কমাতে একাধিক ট্রেনকে দক্ষিণ পূর্ব রেলের শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে পাঠানো হয়।
advertisement
সেই কারণে ওই দুই স্টেশনের পরিকাঠামোতে বদল আনা হয়। কিন্তু যাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের মতই দুই ট্রেন করমন্ডল ও ধৌলি এক্সপ্রেস ছাড়বে হাওড়া থেকে শালিমারের বদলে। তবে নিত্যযাত্রীদের আশঙ্কা এর ফলে হাওড়া থেকে ট্রেন চলাচলে সময় লাগবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2025 10:33 AM IST








