university of Calcutta: ক্লাস হবে, না হবে না! গরমের ‘ছুটি’ নিয়ে নয়া নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের, কলেজে বিভ্রান্তি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্য ব্যাখ্যা, অভিন্ন ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের সেমেস্টার সিস্টেমে ক্লাসের সময় অনেকটা কমে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে।
কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন বিরতি নিয়ে বিতর্ক। চলতি বছরে প্রকাশিত হয়নি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার। বিগত বছর গ্রীষ্মকালীন বিরতির সময় ছিল ১৫ মে থেকে ৩০ জুন পর্যন্ত। চলতি বছর গ্রীষ্মকালীন বিরতি উল্লেখ করা হয়েছে ২৯ মে থেকে ৩০ জুন পর্যন্ত। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে এই সময় যাতে ক্লাস করানো হয় পড়ুয়াদের। আর তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি৷
আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি বলেন , ‘‘আগের নিয়ম অনুযায়ী ১৫ মে থেকে ইতিমধ্যেই গ্রীষ্মকালীন বিরতি চলছে কলেজগুলিতে। শিক্ষক পড়ুয়া সকলেই এখন নিজের কাজে ব্যস্ত রয়েছেন। হঠাৎ করে এই অ্যাডভাইজারির ফলে সমস্যা তৈরি হবে কলেজগুলিতে। বিশ্ববিদ্যালয় উচিত ছিল নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সঙ্গে কথা বলে অ্যাডভাইজারই প্রকাশ করা।’’
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্য ব্যাখ্যা, অভিন্ন ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের সেমেস্টার সিস্টেমে ক্লাসের সময় অনেকটা কমে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, ‘‘সেমেস্টার সিস্টেমে বিরতি বলে কিছু নেই। আমাদের স্ট্যাটুটে পরিবর্তন হয়নি। তাই বিরতি কথাটা উল্লেখ করা হয়েছে। আমরা কলেজগুলির কাছ থেকেও এই বিষয়ে সহযোগিতা চাই ছাত্র স্বার্থে।’’
advertisement
বেশ কিছু কলেজের দাবি, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অভিন্ন স্ট্যাটুড হওয়া প্রয়োজন। তা না হলে এই ধরনের সমস্যা থাকবে। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দেব ষড়ঙ্গী এ বিষয়ে বলেন, ‘‘অভিন্ন স্ট্যাটুড না থাকায় এই ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের তরফ থেকে আমরা অনলাইনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক ডেকেছি। যাতে এ বিষয়ে সকল অধ্যক্ষরা একত্রিত হয়ে পদক্ষেপ গ্রহণ করে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 28, 2025 3:17 PM IST