Calcutta university: কসবা কাণ্ডের জের, ১৭০টি কলেজে এবার নতুন নির্দেশিকা! অ্যাডভাইজারি জারি করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Calcutta university: পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা রাখতে হবে কলেজে কলেজে। অ্যাটেনডেন্স রেজিস্টার সঠিকভাবে মেনটেইন করতে হবে।
কলকাতা: সাউথ ক্যালকাটা ল কলেজ ঘটনার জের। এবার কলেজে কলেজে অ্যাডভাইজারি জারি। অ্যাডভাইজারি জারি করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৭০টি কলেজের জন্য অ্যাডভাইজারি জারি করতে চলেছে বিশ্ববিদ্যালয়।
advertisement
পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা রাখতে হবে কলেজে কলেজে। অ্যাটেনডেন্স রেজিস্টার সঠিকভাবে মেনটেইন করতে হবে। ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়েছে নাকি তার রিপোর্ট দিতে হবে। কলেজের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে যারা রয়েছেন, তাদের প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২৬-এ কত আসন পাবে বিজেপি? এ কী বলে দিলেন দিলীপ ঘোষ! কত আসন জানেন? ‘ফর্মে’ ফিরেই ব্যাট চালালেন দিলীপ
কোন সময় কলেজে ঢুকবে এবং কোন সময় কলেজ থেকে বেরবে, তার নির্দিষ্ট নির্দেশিকাও ছাত্র-ছাত্রীদের দিয়ে রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিকে অ্যাডভাইজারি জারি করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
advertisement
শীঘ্রই কলেজে কলেজে এই অ্যাডভাইজারি পাঠানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 3:00 PM IST