Dilip Ghosh: ২০২৬-এ কত আসন পাবে বিজেপি? এ কী বলে দিলেন দিলীপ ঘোষ! কত আসন জানেন? 'ফর্মে' ফিরেই ব্যাট চালালেন দিলীপ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Dilip Ghosh: মঙ্গলবার বিজেপির সল্টলেক দফতরে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আমন্ত্রণে হাজির হয়ে তাঁকে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই দলে কার্যত কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে তাঁর জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন স্থান পরিবর্তনের কারণেই জেতা আসন হারাতে হয়েছে বিজেপিকে অন্যদিকে হারতে হয়েছে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে।
advertisement
কিন্তু মঙ্গলবার বিজেপির সল্টলেক দফতরে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আমন্ত্রণে হাজির হয়ে তাঁকে শুভেচ্ছা জানান দিলীপ। তাঁর বক্তব্যে একাধিক রাজনৈতিক বার্তাও দেন তিনি। তবে এরই মধ্যে উল্লেখযোগ্য বিষয় বিজেপির মুখ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের ডাকে বুধবার সকালেই দিল্লি যাত্রা দিলীপ ঘোষের।
advertisement
বিজেপি সুত্রে খবর, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আরএসএসের উচ্চতর নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন দিলীপ ঘোষ।
advertisement
আর বিজেপিতে দিলীপ-যুগ ফের শুরু হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বুধবারই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি তৃণমূলে যাওয়ার সব জল্পনা শেষ? জবাবে দিলীপ বলেন, ''সেই বন্ধুরা খুব কষ্টে আছে যারা আমাকে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছিল। যারা নতুন অন্য পার্টির নাম দিয়ে আমাকে তার নেতা বানিয়ে দিয়েছিল। তাদের কাল থেকে কীভাবে চলে দেখি। কাল রাত থেকে তারা মিটিং করেছে এইবার কী ফান্ডা বের করা যায়।''
advertisement
দিলীপ ফিরতেই অবশ্য বিজেপির পুরনো নেতা-কর্মীদেরও মনোবল ফিরতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই দিলীপও চাঙ্গা। এবার কি তাহলে লক্ষ্য ২০২৬? দিলীপ ঘোষের জবাব, ''২১-এ সাফ না হলেও হাফ হয়েছিল। এবার কর্মীরা বলেছেন, আর ১০০ আসন চাই। আমরা লড়াই করে এইটা পার্টিকে পাইয়ে দেব।''
advertisement
আপনি তো অভিমানী ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না। এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ''দলের সঙ্গে আমার দেওয়া নেওয়ার সম্পর্ক নয়। রাজনীতি কারও কাছে প্রফেশন। কারও কাছে অকুপেশন। আমার কাছে মিশন। আমি কিছু দিতে এসেছি। পার্টি দায়িত্ব দিয়েছিল। আমি পালন করেছি মাত্র। ২৬ আমাদের কাছে একটা মাইলস্টোন। আমাদের সেটা পার করতে হবে। পার্টি এখন সিনিয়র লোককে সভাপতি করেছে। তিনি নতুন পুরনো মিলিয়ে কাজ করতে চাইছেন। এগোতে চাইছেন। আমি সঙ্গে আছি।''
advertisement
নতুন পুরোনো সংঘাত হবে না? দিলীপের জবাব, ''পুরনোদের সবসময় গুরুত্ব থাকা উচিত। কারণ তারাই রক্ত দিয়ে ঘাম দিয়ে স্যাক্রিফাইস করে পার্টি দাঁড় করিয়েছেন। পার্টি ক্ষমতার কাছাকাছি এলে বহু লোক এসে জুটে যায়। সবাই আদর্শ নিয়ে আসে না। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। তাই নিতে হবে সবাইকে। পরিবেশ পজিটিভ করতে হবে।''
advertisement