Mamata Banerjee: বিকেলেই তিনদিনের মালদহ-মুর্শিদাবাদ সফরে মমতা, দুপুরে নবান্নে সারবেন বিশেষ বৈঠক

Last Updated:

তিনদিনের মালদা-মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী৷

জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত এই সুবিধা মিলবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদন করার জন্য শিশুর অভিভাবককে আয়ের শংসাপত্রও দিতে হবে। এ ক্ষেত্রে কোনও ন্যূনতম বা অধিক আয়ের কথা সরকারের তরফে বলা নেই।
জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত এই সুবিধা মিলবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদন করার জন্য শিশুর অভিভাবককে আয়ের শংসাপত্রও দিতে হবে। এ ক্ষেত্রে কোনও ন্যূনতম বা অধিক আয়ের কথা সরকারের তরফে বলা নেই।
কলকাতা: তিনদিনের মালদহ-মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী৷ মালদহ ও মুর্শিদাবাদে রাজনৈতিক সভা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি মঙ্গলবার দুপুরে নবান্নে বৈঠক করবেন মমতা৷ বিভিন্ন দফতরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে ওই বৈঠকে৷
বুধবার মালদহেরগ গাজোল কলেজ মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর-সহ একাধিক ইস্যু নিয়ে দুই সভা থেকে ফের সরব হবেন মমতা।
advertisement
advertisement
অন্যদিকে নবান্ন সভাঘরে আজ দুপুর দেড়টা থেকে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। বিভিন্ন দফতরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন মমতা৷ প্রত্যেকটি দফতরের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন জেলাশাসকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। গত কয়েক বছরে বিভিন্ন দফতর ধরে ধরে রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবারই সরব হয়েছেন মমতা। রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকেই একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিকেলেই তিনদিনের মালদহ-মুর্শিদাবাদ সফরে মমতা, দুপুরে নবান্নে সারবেন বিশেষ বৈঠক
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement