Coronavirus| অসুস্থ বোধ করলে সরকারি কর্মীদের অনলাইনেই ছুটি মঞ্জুর: মমতা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
#কলকাতা: সরকারি কর্মীদের আগামিকাল অর্থাত্ বুধবার থেকে বিকেল ৪টেয় ছুটি হওয়ার কথা ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দিলেন, কোনও সরকারি কর্মী অসুস্থ বোধ করলেই অনলাইনেই ছুটির আবেদন করতে পারবেন৷ অফিসে এসে জানাতে হবে না৷
লন্ডন থেকে আসা এক বাঙালি তরুণের শরীরে মঙ্গলবার করোনা ভাইরাস মিলেছে। কলকাতায় এই প্রথম কারও শরীরে এই সংক্রমণ ধরা পড়ল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে বলেন, এটা কলকাতার প্রথম কেস বলা ভুল। যে সব সংবাদমাধ্যম এটা লিখেছে তারা ঠিক লেখেনি। ওই তরুণের শরীরে লন্ডনেই করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল।
মুখ্যমন্ত্রীর কথায়, 'কাল থেকে বিকেল ৪ পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ থেকে সাড়ে ৫টা নয়, ৪টের মধ্যে ছুটি দেব। যাতে একই সময়ে বাসে, রেলস্টেশনে ভিড় বেশি না হয়। বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। এই দু'সপ্তাহ সতর্ক থাকতে হবে।' এর পাশাপাশি শরীর খারাপ হলে অনলাইন আবেদনে মেডিক্যাল লিভ মঞ্জুর করে দেওয়ার কথাও জানান মুখ্যমমন্ত্রী।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে কোনও ভিভিআইপি-এলআইপি নেই। আমার জন্য নিয়ম আপনার জন্যও তাই নিয়ম। বিদেশ থেকে কেউ এলে বাধা দেওয়া হচ্ছে না। বিদেশে যাঁরা পড়তে গিয়েছেন তাঁদের এখন ছুটি শুরু হয়েছে। তাঁরা দেশে ফিরছেন, ভাল কথা। কিন্তু যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁর যেন ১৫ থেকে ২৭ দিন নিজেদের আইসোলেশনে রাখেন। এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অবিবেচকের মতো কাজ করলে চলবে না।'
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2020 6:16 PM IST