Mamata Banerjee: অপরাজিতা বিল পাস, এবার? নবান্নে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক মমতার, নেওয়া হল বড় সিদ্ধান্ত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: অপরাজিতা বিল পাস হবার পর উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটকও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিল পাসের পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এদিন নবান্নের বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: অপরাজিতা বিল পাস হবার পর উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটকও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিল পাসের পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এদিন নবান্নের বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিনের বৈঠকে অপরাজিতা বিলে যে আইনগুলির কথা বলা হয়েছে সেই আইনগুলিকে নিয়ে পুলিশের ইনভেস্টিগেশন অফিসারদের ট্রেনিং করাতে হবে। যত দ্রুত সম্ভব এই ট্রেনিং শুরু করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘স্ত্রী বাড়িতে না থাকলে…’ পরিচালকের বিরুদ্ধে ‘যৌনদাসী’ করে রাখার বিস্ফোরক অভিযোগ নায়িকার!
advertisement
মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ দেন মমতা। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্দ্যেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিল কার্যকর কবে হবে তার অপেক্ষায় না থেকেই করানো-সহ সব প্রক্রিয়াগুলি শুরু করে দিতে হবে।
advertisement
নবান্ন সূত্রে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব অপরাজিতা বিলের আইনগুলিকে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আমরা যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মতো করে কাজ করতে পারি সেটাও দেখতে হবে।’ বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা, আইনমন্ত্রী, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 6:48 PM IST