Actress Physically Assaulted: ‘স্ত্রী বাড়িতে না থাকলে...’ পরিচালকের বিরুদ্ধে 'যৌনদাসী' করে রাখার বিস্ফোরক অভিযোগ নায়িকার!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Actress Physically Assaulted:পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ আনলেন দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি, দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে নাম না করেই তামিল ছবির পরিচালকের বিরুদ্ধে ‘যৌনদাসী’ (সেক্স-স্লেভ) হিসেবে তাঁকে ব্যবহার করার বিস্ফোরক অভিযোগ আনলেন মালয়ালম অভিনেত্রী।
মুম্বই: পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ আনলেন দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি, দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে নাম না করেই তামিল ছবির পরিচালকের বিরুদ্ধে ‘যৌনদাসী’ (সেক্স-স্লেভ) হিসেবে তাঁকে ব্যবহার করার বিস্ফোরক অভিযোগ আনলেন মালয়ালম অভিনেত্রী।
মালয়ালম ছবির প্রথম সারীর নায়িকার দাবি, পরিচালক সকলের সামনে তাঁকে ‘মেয়ের মতো’ বলতেন। সকলের আড়ালে তাঁর সঙ্গে অশালীন আচরণ করতেন। জোর করে চুম্বন থেকে ধর্ষণ, একাধিক অভিযোগ আনেন নায়িকা। সাক্ষাত্কারে অভিনেত্রী জানান, তিনি এই পরিচালকের সঙ্গে একটি ছবিতে কাজ করতে ‘বাধ্য’ হয়েছিলেন, তবে তিনি মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করেননি।
advertisement
advertisement
নায়িকা সাক্ষাত্কারে বলেন, ‘‘একদিন, যখন উনার স্ত্রী আশপাশে ছিল না, তখন আমাকে জোর করে চুম্বন করল এই লোকটি। আমি কেমন পাথরের মতো হয়ে গেলাম। আমায় নিজের মেয়ে বলে পরিচয় দিত। বার বার মনে হচ্ছিল বন্ধুদের বলি…কিন্তু আমি অত্যন্ত লজ্জিত ছিলাম। আমার মনে হচ্ছিল আমিই বোধহয় ভুল ভাবছি, ভুল করছি। আমার উচিত এই ব্যক্তির সঙ্গে ভাল ব্যবহার করা।’’
advertisement
অভিনেত্রী আরও জানালেন, ‘‘তাই আমি প্র্যাকটিস, নাচের রিহার্সাল চালিয়ে যেতে লাগলাম। ধীরে ধীরে আমার শরীর ব্যবহার করতে শুরু করল এই ব্যক্তি। একটা সময়ে পর আমাকে জোর করতে শুরু করল। আমাকে ধর্ষণ করেন উনি। আমি কলেজে থাকাকালীন প্রায় এক বছর ধরে চলেছিল এই ঘটনা।’’
advertisement
অভিনেত্রীর দাবি, ‘মেয়ের মতো’ সম্বোধন করে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন ওই তামিল ছবির পরিচালক। নায়িকা জানান, ‘‘লজ্জার এই অনুভূতি থেকে সুস্থ হতে আমার ৩০ বছর সময় লেগেছে। আমার অনুরোধ যারাই নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা সরব হন।’’
প্রসঙ্গত, ‘মি টু’ ঝড়ে তোলপাড় মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি। নামজাদা পরিচালক থেকে অভিনেতা একাধিক জনের বিরুদ্ধে উঠে এসেছে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। হেমা কমিটির রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী থেকে শুরু করে মালয়ালম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একাধিক মহিলার সঙ্গে হেনস্থার ঘটনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 5:47 PM IST