রাজ্যজুড়ে উৎসবের আবহ! মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মহারাষ্ট্র থেকে আসা যত বাসিন্দারা কলকাতায় আছেন, সবাই আসেন এই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোয়। মুম্বইয়ে যেভাবে গণেশ পুজোর রীতিনীতি পালন করা হয় এখানেও ঠিক একইভাবে সিদ্ধিদাতার পুজো হয়।
কলকাতা: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো উদ্বোধনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহারাষ্ট্র নিবাসের গনেশ পূজা এবার ১০১ বছরে পড়ল। মুম্বইয়ের মতোই ১১দিন ধরে গণেশ পুজো হয় মহারাষ্ট্র নিবাসে। ভাদ্রমাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে আজ ঘরে ঘরে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা বিনায়ক৷ জীবনে সুখ শান্তি এবং সাফল্যের জন্য ভক্তরা আশীর্বাদ নেবেন একোদন্ত গণেশের৷ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় এই পুণ্য পার্বণ৷
advertisement
advertisement
দু’বছর আগে পুজো উদ্বোধনের এসেছিলেন মুখ্যমন্ত্রী। এ বছর আবার এলেন তিনি। মহারাষ্ট্র থেকে আসা যত বাসিন্দারা কলকাতায় আছেন, সবাই আসেন এই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোয়। মুম্বইয়ে যেভাবে গণেশ পুজোর রীতিনীতি পালন করা হয় এখানেও ঠিক একইভাবে সিদ্ধিদাতার পুজো হয়। বিভিন্ন রকমের ভোগ আয়োজন, পুজো দেওয়া থেকে শুরু করে একাধিক ব্যবস্থা রয়েছে এই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রতিবছরই আসি এখানে। মহারাষ্ট্র নিবাসের সঙ্গে আমার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে।’
advertisement
গণেশপুজো মানেই তো দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকদিন। গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যাচ্ছে। গ্রাম থেকে শহর- সর্বত্রই উৎসবের আবহ তৈরি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 6:24 PM IST