তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা, রণক্ষেত্র ঢাকুরিয়ার স্কুল
Last Updated:
#কলকাতা: শহরের বুকে ফের ফিরে এল জি ডি বিড়লা স্কুলের সেই ভয়াবহ স্মৃতি ৷ এবার ঘটনাস্থল ঢাকুরিয়ার একটি সরকারি স্কুল ৷ স্কুলেরই এক শিক্ষকের লালসার শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী ৷
এক শিশু ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল স্কুল চত্বরে ৷ উত্তেজিত জনতা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ তাদের দাবি, স্কুলে কোনওরকম কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই ৷ শিশুদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থাও নেই ৷ এমনকী, সিসিটিভি ক্যামেরাও প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ জানান তিনি ৷ অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে সরব হন অভিভাবকেরা ৷ স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা বাইকে ভাঙচুরও চালান অভিভাবকেরা ৷ এমনটাই অভিযোগ উঠেছে ৷ যদিও শ্লীলতাহানির ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ৷
advertisement
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছছে লেক থানার পুলিশ ৷ মাইকিংয়ের মাধ্যমে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেও ব্য়র্থ পুলিশ ৷ স্কুলের মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে উত্তেজিত জনতা ৷ সেই সময় লাঠিচার্জও করে পুলিশ ৷ পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি ৷ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে বিক্ষোভকারী অভিভাবকেরা ৷ অভিভাবকদের ভিড়ে রয়ছে বহিরাগতরাও ৷ এমনটাই দাবি পুলিশের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2018 11:32 AM IST